ফুটবল
বাংলাদেশকে হারাতে প্রস্তুত ভারতীয় দল। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হাতে আর মাত্র চব্বিশ ঘন্টা। তারপরেই বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত। শিলংয়ের জহরলাল নেহেরুর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এই ম্যাচে খেলতে নামার আগে মালদ্বীপের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে দারুন জয় পেয়েছে ভারতীয় দল। ফলে স্বাভাবিকভাবেই দারুণ ছন্দে রয়েছে গোটা দল। এবারে সামনে রয়েছে বাংলাদেশের মতন কঠিন চ্যালেঞ্জ। ঘরের মাঠে সুবিধে নিয়ে এই ম্যাচ জয়ের দিকেই পাখির চোখ করবেন সুনীল ছেত্রী, লিষ্টন কোলাসোরা। প্রায় প্রত্যেক দিনই ক্লোজ ডোর অনুশীলন করলেও, ম্যাচ ডে মাইনাস ওয়ানের কারণে প্রথম ১৫ মিনিট অনুশীলন দেখার অনুমতি দেওয়া হয়েছিল।
প্রথম ১৫ মিনিটের অনুশীলনে হালকা অনুশীলনই করতে দেখা গেল গোটা ভারতীয় দলকে। যেহেতু বিগত কিছুদিনের অনুশীলনে বাংলাদেশ বধের সমস্ত রণকৌশল তৈরি করে রেখেছেন মানোলো মার্কুয়েজ, ফলে সোমবার, দলের ফুটবলারদেরকে খুব বেশি অনুশীলন হয়ত করাবেন না তিনি। সোমবার প্রথম ১৫ মিনিটের অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই সকল ফুটবলারদের দেখা গেল। তবে বাংলাদেশ ম্যাচের আগে এই অনুশীলনটাই কিন্তু তার কাছে শেষ সুযোগ প্রথম একাদশ বেছে নেওয়ার। হয়ত এই অনুশীলনের পরেই তিনি বাংলাদেশের বিরুদ্ধে তার প্রথম একাদশ কি হতে চলেছে সেটা হয়ত বেছে নেবেন।
মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে উঠে গিয়েছিলেন মাঝমাঠের ফুটবলার ব্র্যান্ডন ফার্নান্ডেজ। তার জায়গায় দলে এসেছেন লুইস ম্যাকার্টন। তিনি দলে আশায় যে দলের শক্তি বেড়েছে সেটা বলাই যায়, তবে তিনি দলে থাকবেন কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ মানোলো মার্কুয়েজ। অপরদিকে অপুইয়াকে নিয়েও একটা প্রশ্ন থাকছে যে বাংলাদেশের আক্রমণ রুখতে তাঁকে মাঝমাঠে ব্যবহার করবেন কিনা মানোলো। এছাড়াও দীর্ঘদিন বাদে ভারতের জার্সি গায়ে খেলার সুযোগ পেয়েছেন বিশাল কাইথ। মালদ্বীপের বিরুদ্ধে অভিষেক ম্যাচে টেকাঠীর নিচে যথেষ্ট ভাল খেলেছিলেন তিনি। তবে আমরিন্দর সিংকেও কিন্তু সেই জায়গায় তৈরি রাখছেন কোচ মানোলো। ফলে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট তুলে নিয়েই যাত্রা শুরু করতে মরিয়া ভারতীয় দল।