ফুটবল
মঙ্গোলিয়াকে গোলের মালা পড়ালো ভারতের মহিলারা। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ম্যাচ কিভাবে জিততে হয় এবং মাঠে কিভাবে দাপট দেখাতে হয়, সেটা ভারতের পুরুষ দলের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন ভারতের মেয়েরা। মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারাল ভারতের মহিলা দল। একদিকে যেমন পুরুষদের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আত্মসমর্পণ করছে ভারতের পুরুষ দল, ঠিক সেখানেই আশার আলো দেখাচ্ছেন মহিলা দলের ফুটবলাররা। এদিকে ১২৬ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা মঙ্গোলিয়ার বিরুদ্ধে একাই ৫টি গোল করেছেন প্যায়ারি জাজা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতের মহিলা ফুটবলারদের। ম্যাচের ৮ মিনিটেই সঙ্গীতা বাসফোরের গোলে এগিয়ে ভারত। ২০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইস্টবেঙ্গলের সৌম্য গুগুলোথ। এর পর ২৯ ও ৪৫ মিনিটে পরপর দুটি গোল করেন প্যায়ারি জাজা। যার সুবাদে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও তিনটি গোল করে, নিজের পাঁচটি গোল করে ফেলেন প্যায়ারি জাজা। ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সেই সৌম্য গুগুলোথ। ৭৩ ও ৮৬ মিনিটে দুটি গোল করেন প্রিয়দর্শিনীও। বাকি গোল গুলি করেন রিম্পা, মালবিকা ও গ্রেস ডাংমেই। সেই সুবাদেই ১৩-০ ব্যবধানে মঙ্গোলিয়াকে হারালো ভারতের মহিলারা।