আইএসএল
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর, কাটছে আইএসএলের জট। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ধরেই আসন্ন মরশুমের আইএসএল আয়োজন নিয়ে একটা ডামাডোল চলছিলই। আইএসএলের অচলাবস্থার বিষয়টি সুপ্রিম কোর্ট অবধিও পৌঁছেছিল। যেখানে জানানো হয়েছিল ২২ আগস্ট এই বিষয়ে শুনানি হবে। সেই মতোই দুই বিচারপতি শ্রী নরসিংহ এবং জয়মাল্য বাগচী রায় দিয়েছেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং এফএসডিএল, আইএসএলের এই অচলাবস্থা কাটাতে একসঙ্গে আলোচনায় বসতে পারবে। আগামী ২৮ আগস্ট রয়েছে এই বিষয়ে পরবর্তী শুনানি।
এর আগে অভিজ্ঞ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণনের মাধ্যমে, আইএসএলের অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আইএসএলের ক্লাবগুলি। অবশেষে ফেডারেশন এবং এফএসডিএল দুই পক্ষকেই আলোচনায় বসার কথা বলে দেয় সুপ্রিম কোর্ট। এছাড়াও শীঘ্রই এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে আলোচনা হবে। এদিকে দেশের একনম্বর লিগের অনিশ্চয়তার কারণে, ওড়িশা এফসি এবং বেঙ্গালুরু এফসির মত দল তাদের ফুটবলার ও কর্মচারীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে আইএসএলের ১১টি ক্লাব সম্মিলিতভাবে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। এবারে আসন্ন ২৮ আগস্ট পরবর্তী শুনানির দিকে তাকিয়ে সকল ফুটবলপ্রেমীরা।