ফুটবল
DURAND CUP 2025: আক্রমণাত্মক ফুটবলই ভরসা কিবু ভিকুনার। বিস্তারিত পড়ুন..
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথমবারের জন্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে, আগামী শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলতে নামবে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। তার আগে শুক্রবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেললেন লুকা মাচেন, জবি জাস্টিনরা। এদিনের অনুশীলন শুরুর আগে, ড্রেসিং রুমে দীর্ঘক্ষণ সকল ফুটবলারদের সঙ্গে কথা বলে নিলেন স্প্যানিশ হেড কোচ কিবু ভিকুনা। তারপরেই এক এক করে সকল ফুটবলাররা বেরিয়ে এলেন মাঠে।
অনুশীলনের শুরুতে কিছুক্ষণ টিম হার্ডেল সেরে শুরু হলো ফাইনাল ম্যাচের প্রস্তুতি। অনুশীলনের শুরুতে বেশ কিছুক্ষণ দলকে ফিজিক্যাল ট্রেনিং করান হেড কোচ কিবু ভিকুনা। তারপর বেশ কিছুক্ষণ চলল পাসিং অনুশীলন। নর্থইস্টের মত শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে, দলের পাসিংয়ের উপরে বেশি করে জোর দিচ্ছেন কিবু ভিকুনা। তারপরেই শুরু হয় মূল অনুশীলন। যেখানে দুটি দলে ভাগ করে কিছুক্ষণ আক্রমণাত্মক ফুটবলের অনুশীলন করলেন গিরিক খোসলা, আঙ্গুসানারা। আক্রমণের পাশাপাশি রক্ষণের দিকেও যথেষ্ট নজর দিলেন ডিএইচএফসি কোচ। ফলে আক্রমণ থেকে রক্ষণ, দুটি বিভাগকেই সমানভাবে গুরুত্ব দিয়ে, আসন্ন ফাইনাল ম্যাচে জয় তুলে প্রথমবারের জন্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া রয়েছেন কিবু ভিকুনা, সেটা বলাই যায়।