ইস্টবেঙ্গল

SAFF WOMEN’S CLUB CHAMPIONSHIP: ইস্টবেঙ্গল মহিলা দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপচে পড়ল লাল-হলুদ ভিড়। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার নেপালের অপিএফ এফসিকে ৩-০ গোলে হারিয়ে, প্রথম মহিলা ক্লাব হিসেবে বিদেশের মাটিতে ট্রফি জয়ের নজির গড়েছে ইস্টবেঙ্গলের মহিলা দল। এছাড়াও এই নিয়ে ৫টি বিদেশী ট্রফি জিতে ফেলল লাল হলুদ-ব্রিগেড। ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের মহিলা দলকে ঘিরে প্রত্যাশা বেড়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের। যেখানে পুরুষ দল ট্রফি জয় থেকে বিরত থাকছে, সেখানে মহিলা দল একই মরশুমে এই নিয়ে তৃতীয় ট্রফি জয় করে ফেলল। যেই কারণে রবিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে ইস্টবেঙ্গল দলকে স্বাগত জানানোর জন্য ভিড় জমিয়েছিলেন অসংখ্য লাল-হলুদ সমর্থকেরা। 

চ্যাম্পিয়ন হওয়ার পর, কলকাতায় ফেরার আগে সমর্থকদের বিমানবন্দরে আসার আহ্বান জানিয়েছিলেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার সুস্মিতা লেপচা। রবিবাসরীয় সন্ধ্যায় সেই কথা রাখলেন লাল-হলুদ সমর্থকেরা। রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পাইরো শো থেকে শুরু করে আতশবাজি দিয়ে লাল-হলুদ বাহিনীকে কলকাতায় স্বাগত জানালেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। অ্যান্থনি অ্যান্ড্রুসকে ফুলের মালা এবং ছবি দিয়ে বরণও করলেন। সর্বোচ্চ গোলদাতা ফাজিলা ইকওয়াপুতকে নিয়েও স্লোগান উঠলো। ফুটবলাররা টিম বাসে ওঠার পরেও, বাসকে ঘিরে উল্লাস দেখা যায় সমর্থকদের। শেষে বিমানবন্দর ছেড়ে কল্যাণীর উদ্দেশ্যে রওনা দেয় ইস্টবেঙ্গলের মহিলা দল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version