ইস্টবেঙ্গল
DURAND CUP 2025: ডুরান্ডের উদ্বোধনে থাকছে জমজমাট অনুষ্ঠান। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ২৩ জুলাই থেকে বসতে চলেছে ১৩৪তম ডুরান্ড কাপের আসর। প্রথম ম্যাচেই সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। প্রত্যেক বছরেই উদ্বোধনী অনুষ্ঠান বেশ জমজমাটভাবে হয়ে থাকে। যেখানে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিযোগিতার উদ্বোধন করে থাকেন। যদিও গতবছর কিছু কাজের জন্য উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে এবারে তার হাত ধরেই সূচনা হবে ১৩৪তম ডুরান্ড কাপের। এছাড়াও উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীরা। প্রত্যেকবারের মতো এবারেও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হবে ডুরান্ডের উদ্বোধন। যেখানে আগামী বুধবার সেনাবাহিনীর হেলিকপ্টার পাইলটরা যুবভারতীর উপর করবেন “এয়ার শো”। এছাড়াও থাকছে “ফ্লাইপাস্ট”। গোর্খা রেজিমেন্টের “কুকরি শো” থেকে শুরু করে, শিখ রেজিমেন্টের “ভাংড়া”, সবকিছুই থাকছে এই উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশনের সদস্যরাও নিজেদের মতো করে পারফর্ম করবেন। পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব ব্যান্ডের সংগীতে হবে মার্শাল আর্টের শো।
এছাড়াও এবারের উদ্বোধনী অনুষ্ঠানের ক্ষেত্রে স্থানীয় সংস্কৃতির উপর বিশেষভাবে জোর দিয়েছেন আয়োজকরা। ফলে বাংলার বাউল সংগীতের উপস্থিতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে। এদিকে শুধু কলকাতায় নয়, ডুরান্ডের বাকি চার আয়োজক শহর অর্থাৎ জামশেদপুর, ইম্ফল, কোকরাঝাড় এবং শিলংয়ে প্রথম ম্যাচের আগে, উদ্বোধনী অনুষ্ঠান হবে বলেই জানা গিয়েছে।