সায়ন দে, ভুবনেশ্বর: সুপার কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল এফসি গোয়া এবং গোকুলাম কেরালা এফসি। সেই ম্যাচে গোকুলামকে ৩-০ গোলে হারিয়ে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করল মানোলো মারকুয়েজের দল। এদিনের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ইকার গুয়ারোটসেনা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় এফসি গোয়া ফুটবলারদের। বারংবার গোকুলাম কেরালার রক্ষণের আক্রমণ তুলে আনতে থাকেন উদান্তা সিংহ, আয়ুষ ছেত্রীরা। ম্যাচের ১২ মিনিটে গোয়াকে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেন গোকুলাম গোলরক্ষক শিবীনরাজ কুন্নিয়িল। অপরদিকে আক্রমণে উঠে আসেন গোকুলাম কেরালার ফুটবলাররাও। ১৮ মিনিটে কর্নার থেকে গোলের সুযোগ পেয়েও গেছিল তারা। তবে ইগনাসিও ডে লয়োলার হেডার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ২১ মিনিটে নিজেদের বক্সের ভেতরে ফাউল করে বসেন গোকুলাম কেরালার ডিফেন্ডার সালাম রঞ্জন সিংহ। ফলে পেনাল্টি পায় এফসি গোয়া। সেই পেনাল্টি থেকে ইকার গুয়ারোটসেনার গোলে ১-০ গোলে এগিয়ে যায় মানোলো মারকুয়েজের দল। তারপরেও আক্রমণে সমান তেজ বজায় রাখে গোয়া। ম্যাচের ৩৫ মিনিটে আরও একটি গোল করেন ইকার গুয়ারোটসেনা। ম্যাচের ৩৭ একটি গোলের সুযোগ পায় গোকুলাম কেরালা। তবে সেইটা অল্পের জন্য বাইরে চলে যায়। ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে এফসি গোয়া।
দ্বিতীয়ার্ধেও সমান তালে আক্রমণ তুলতে শুরু করেন এফসি গোয়া ফুটবলাররা। অপরদিকে আক্রমন চালায় গোকুলাম কেরালাও। তবুও গোয়া রক্ষণকে ভেদ করতে ব্যার্থ হন তারা। অপরদিকে ম্যাচের ৭১ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ইকার গুয়ারোটসেনা। ফলে ৩-০ গোলে ম্যাচ যেতে এফসি গোয়া। ম্যাচ শেষে গোয়া কোচ মানোলো মারকুয়েজ বলেছেন, “প্রত্যেকটি দল এখানে এসেছে সুপার কাপ চ্যাম্পিয়ন হতে। গত ম্যাচে কেরালা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আমাদেরও মূল লক্ষ্য এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়া। তার জন্য আমাদের চারটি ম্যাচ জিততে হবে। আমরা নিজেদের সেই মতোই তৈরি করেছি এবং জেতার জন্যই আমরা মাঠে নামবো”।