ফুটবল

SUPER CUP 2025: শুরুতেই বিতর্কের কেন্দ্রে সুপার কাপ। ম্যাচের আগে মূল মাঠের বাইরে ‘অন্ধকারে’ অনুশীলনে ফুটবলাররা। জানতে পড়ুন…

Published

on

সায়ন দে, ভুবনেশ্বর: সুপার কাপের আয়োজন নিয়ে শুরু থেকেই একটা ডামাডোল ছিল। কখনও কথা ছিল প্রতিযোগিতাটি আয়োজিত হবে গোয়ায়। তবে অবশেষে গতবারের মতো এই বছরেও ভুবনেশ্বরই আয়োজিত হচ্ছে সুপার কাপ। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স এফসি। তবে সেই ম্যাচে খেলতে নামার আগে দেখা গেলো এক বিরল দৃশ্য। মূলত ম্যাচের দিন দুই দল মূল স্টেডিয়ামের মাঠেই অনুশীলন করে। তবে রবিবার সুপার কাপের প্রথম ম্যাচে দেখা গেল স্টেডিয়ামের বাইরের একটি মাঠে ম্যাচ শুরুর আগে অনুশীলনে করছে ইস্টবেঙ্গল এবং কেরালার ফুটবলাররা। করণস্বরূপ জানা গিয়েছে মাঠ যেন খারাপ না হয়ে যায় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

যেই মাঠে অনুশীলন চলছিল দুই দলের, সেই মাঠেই গত মরশুম সুপার কাপের কিছু ম্যাচ আয়োজনও হয়েছিল। দুপুরের ম্যাচগুলি হত সেই মাঠেই। কিন্তু এবারে শুধুমাত্র কলিঙ্গ স্টেডিয়ামেই সকল ম্যাচগুলো আয়োজিত হচ্ছে। ম্যাচ শুরুর আগে দুই দল যখন সেই মাঠে অনুশীলন করছে তখন পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়নি। আলো এতটাই কম যে ফুটবলারদের চোট আঘাতেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল। শুধু তাই নয়, অনুশীলন সেরে মাঠে ফেরার সময়ও নেই কোন সুব্যবস্থা। এদিকে সুপার কাপ জয়ী দলের কাছে সুযোগ থাকছে এএফসিতে প্রতিনিধিত্ব করা। ফলে প্রশ্ন উঠবেই এএফসির স্লট থাকা এটা প্রতিযোগিতার মান কি করে এতটা নিচু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version