ইস্টবেঙ্গল

SUPER CUP 2025: কেরালাকে ছন্দে ফেরাতে মরিয়া ডেভিড

Published

on

সৌরভ রায়, ভুবনেশ্বর: সুপার কাপ অভিযান শুরু করার আগে কেরালা ব্লাস্টার্স দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন স্প্যানিশ কোচ ডেভিড কাতালা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে রে স্পোর্টজকে একান্ত সাক্ষাৎকার দিলেন ডেভিড।

রে স্পোর্টজ: কেরালার হয়ে প্রথম প্রতিযোগিতায় নামার আগে কতটা আশাবাদী?
ডেভিড: এই সুযোগটা পেয়ে আমি কাজ করতে মুখিয়ে রয়েছি। চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে ক্লাবের জন্য ভালো কিছু করতে।

রে স্পোর্টজ: আইএসএলে ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানো সম্ভব?
ডেভিড: আইএসএলে ভাল ফল করেনি কেরালা। তবে সুপার কাপে নিজেদের সেরাটা দিতে মরিয়া থাকবেন ফুটবলাররা।

রে স্পোর্টজ: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে কতটা প্রস্তুত?
ডেভিড: ইস্টবেঙ্গলের পরিস্থিতিও আমাদের মতই। আমার মনে হয় তারাও এই প্রতিযোগিতায় ভাল ফল করতে মরিয়া থাকবে।

রে স্পোর্টজ: ছন্দে নেই ইস্টবেঙ্গলও। কেরালা কী এগিয়ে থাকবে?
ডেভিড: ম্যাচটা সমান সমান হবে। ইস্টবেঙ্গল ভাল দল। তাই আমাদের নিজেদের সেরাটা দিয়ে এই ম্যাচে খেলতে হবে।

রে স্পোর্টজ: ৬ জন বিদেশিকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। বাড়তি সুবিধা হবে?
ডেভিড: একদমই না। ফুটবলে এসবের মাহাত্ম্য নেই। মাঠে দুই দলেরই ১১ জন ফুটবলার খেলবেন।

রে স্পোর্টজ: সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন?
ডেভিড: এই পর্যায়ে এসে সমর্থকদের সমর্থনটা ফুটবলারদের প্রয়োজন। আমি আশাবাদী তারা দলকে পূর্ণ সমর্থন করবেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version