ইস্টবেঙ্গল

কন্যাশ্রী কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুম দারুন ছন্দে রয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দল। কিছুদিন আগেই ইন্ডিয়ান ওমেন লিগে চ্যাম্পিয়নও হয়েছে লাল-হলুদের মহিলা ব্রিগেড। এবারে সেই ছন্দ বজায় থাকলো কন্যাশ্রী কাপেও। সোমবার ঘরের মাঠে কন্যাশ্রী কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতবারের রানার্স-আপ ইস্টবেঙ্গল, মুখোমুখি হয়েছিল এই প্রতিযোগিতার অন্যতম সফল দল এসএসবি ওমেন্সের বিরুদ্ধে। আর সেই ম্যাচে ৩-০ গোলে দারুন জয় পেয়েছে সন্ধিয়া মাইতি, সুলঞ্জনা রাউলরা। এই জয়ের ফলে কন্যাশ্রী কাপের সেমিফাইনালে পৌঁছল লাল-হলুদ ব্রিগেড। এদিন গোল পেয়েছেন সন্ধিয়া মাইতি, পাণ্ডীমিত লেপচা এবং সুলঞ্জনা রাউল। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ফুটবল খেলেন ইস্টবেঙ্গলের মহিলারা। যার সুবাদে ম্যাচের ১৯ মিনিটেই সন্ধিয়া মাইতির গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রতিআক্রমণে উঠতে থাকে এসএসবি ওমেন্সও। তবে তাদের আক্রমণকে সামাল দিতে সক্ষম হয় ইস্টবেঙ্গলের রক্ষণ। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও। তবে সেই সুযোগ হাতছাড়া করায় প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে থাকে তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ঝাঁজ বারে ইস্টবেঙ্গলের। ৬৭ মিনিটে পাণ্ডীমিত লেপচার গোলে ব্যবধান হয় ২-০। অবশেষে ম্যাচের ৭৮ মিনিটে তৃতীয় গোলটি তুলে নেন সুলঞ্জনা রাউল। যার ফলে কোয়ার্টার ফাইনালে এসএসবি ওমেন্সকে ৩-০ গোলে পরাজিত করে ইস্টবেঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version