রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২২ বিশ্বকাপে তিনি ছিলেন স্বপ্নের ফর্মে। সাতটি ম্যাচে সাতটি গোল, তিনটি অ্যাসিস্ট। অধিনায়ক হিসেবে ৩৬ বছরের খরা কাটিয়ে দেশকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের কি সেটাই ছিল শেষ বিশ্বকাপ? এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মাথায়। আর এবার সরাসরি তার উত্তর দিলেন লিওনেল মেসি নিজেই।
একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে মেসিকে জিজ্ঞেস করা হয়েছিল ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কিনা? কোনরকম লুকোচুরি না করেই স্পষ্ট জানিয়েছেন তাঁর উত্তর। মেসি বলেছেন, “এখনই ২০২৬ বিশ্বকাপ নিয়ে আমি ভাবতে চাই না। গোটা ২০২৫টা পড়ে রয়েছে নিজেকে তৈরি করার জন্য। যদি নিজের ফর্ম ধরে রাখতে পারি তাহলে অবশ্যই দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে খেলার কথা ভাবব। তবে এখন আমার লক্ষ্য শুধু ফুটবল খেলা। কারণ ফুটবল আমাকে যাবতীয় সব সাফল্য এনে দিয়েছে জীবনে। তার জন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ।” এর থেকে স্পষ্টই বোঝা যায় এখনই বিশ্বকাপের মঞ্চ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন না মেসি। আর হয়তো তাঁকে আরও একবার বিশ্বকাপের মঞ্চে দেখার জন্যই মুখিয়ে রয়েছে গোটা ফুটবল দুনিয়াও।