ফুটবল

AFC ASIAN CUP QUALIFIERS 2027: নিয়মরক্ষার ম্যাচেও হার ভারতের। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এই মুহূর্তে চরম ডামাডোলে ভারতীয় ফুটবল। দেশের শীর্ষ লিগ হবে কিনা, সেটাও জানা নেই। তারই মাঝে মঙ্গলবার ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শক্তিশালী বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল খালিদ জামিলের ভারতীয় দল। যদিও এই ম্যাচটি দুই দলের কাছেই ছিল শুধুমাত্র নিয়মরক্ষার। আর সেই ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে ০-১ গোলে হেরেছে ভারতীয় দল। এর আগে শেষবার ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে হেরেছিল ভারত। ফলে দীর্ঘ ২২ বছর বাদে আবারও ভারতকে হারালো বাংলাদেশ। এদিন বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেছেন শেখ মোরসালিন। এই হারের ফলে এশিয়ান কাপের গ্রুপ পর্বে সবার শেষে নেমে গেল ভারতীয় দল।

ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় বাংলাদেশ। ১১ মিনিটের মাথায় বামপ্রান্ত থেকে রাকিব হোসেনের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন শেখ মোরসালিন। গোল হজম করার পর আক্রমনে ঝাঁজ বাড়াতে শুরু করেন ভারতীয় ফুটবলাররা। তবে আক্রমনে উঠলেও কাজের কাজ করতে পারছিলেন না রহিম আলি, সুরেশ সিং ওয়াংজামরা। ৩১ মিনিটে গোলরক্ষকের ভুলে প্রায় গোল পেয়ে গেছিল ভারত। তবে লালিয়ানজুয়ালা ছাঙতের সেই গোলমুখী শট রুখে দেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। ফলে প্রথমার্ধে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকে ভারত।

দ্বিতীয়ার্ধে দলে পরিবর্তন আনেন খালিদ। তিনি মাঠে নামান নাওরেম মহেশ সিংকে। মাঠে এসেই ম্যাচের ৫২ মিনিটে একটি গোলমুখী শট নেন তিনি। পরবর্তীতে খালিদ মাঠে আনেন তরুণ সানান মহম্মদকেও। তারপর থেকেই কিছুটা হলেও আক্রমণে ধার বাড়তে থাকে ভারতের। বাংলাদেশ রক্ষণে একের পর এক আক্রমণ তুলে নিয়ে গেলেও, সেটা দারুনভাবে রুখে দিচ্ছিলেন হামজা চৌধুরী, তপু বর্মনরা। যদিও গোটা ম্যাচে কোনওরকম স্পষ্ট সুযোগই তৈরি করতে পারেননি ভারতীয় ফুটবলাররা। যার ফলে গোলমুখ আর খোলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version