ফুটবল

IFA SHIELD 2025: ফাইনালের পেনাল্টি শ্যুটআউটে নায়ক বিশাল। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএফএ শিল্ডের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে, আবারও এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। সেই ম্যাচে টাইব্রেকারে দলকে জয় এনে দিয়েছেন বাগানের গোলরক্ষক বিশাল কাইথ। শুধু টাইব্রেকারেই নয়, গোটা ম্যাচেও একাধিক সেভ করে দলকে খেলায় রেখেছিলেন তিনি। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে হাসিমুখে বিশাল জানিয়ে গেলেন, “পেনাল্টি শ্যুটআউট চলার সময় একটা জিনিসই মাথায় থাকে যেকোনওভাবে শুরুতে একটা শট আটকাতে হবে। শট আটকে দিলেই সেটা নিজের দলের জন্য অ্যাডভান্টেজ হয়, এদিনও সেটাই হয়েছে”।

অন্যদিকে জয় এসিএল দুইয়ে খেলতে না যাওয়ায় সভ্য সমর্থকদের প্রতিবাদের কারণে ফুটবলাররা যে এক অমানুষিক চাপের মধ্যে পড়েছিলেন, সেই দিক থেকে এই জয়টা কিছুটা হলেও স্বস্তি দেবে বাগান জনতাকে। তবুও টাইব্রেকারে কোনওরকম ভয় না পেয়ে বরং সাহসী মনোভাব দেখিয়েছেন বিশাল। সেই প্রসঙ্গে তিনি বলেন, “পেনাল্টি শ্যুটআউটের সময় একটুও ভয় পাইনি। আমরা অনুশীলনে পেনাল্টি আটকানোর অনুশীলন করি। তাই আমার মনে কোনওরকম শঙ্কা ছিল না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version