আন্তর্জাতিক ফুটবল
লম্বা চুক্তিতে ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৩ সালের জুলাই মাসে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনীয় তারকা ফুটবলার লিওনেল মেসি। সেই ক্লাবে যোগ দিয়ে একের পর এক দারুণ পারফরম্যান্স করে চলেছেন এলএম১০। তবে মেসির সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছিল ইন্টার মায়ামি। যেই চুক্তি শেষ হচ্ছে শীঘ্রই। যার ফলে মেসির অবসর অথবা ইউরোপের কোনও ক্লাবে গিয়ে খেলা নিয়ে বিভিন্ন জায়গায় জল্পনাও ছড়িয়েছিল। কিন্তু সব জল্পনাকে উপেক্ষা করে ইন্টার মায়ামিতে দীর্ঘ সময়ের জন্য থাকতে চলেছেন লিওনেল মেসি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী মেসির সঙ্গে লম্বা চুক্তি করতে চলেছে ইন্টার মায়ামি। কমপক্ষে ২০২৭ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির সম্প্রসারণ করতে চলেছে মায়ামি। ক্লাবের সঙ্গে মেসির কথাও অনেকটাই এগিয়েছে বলেই জানা গিয়েছে।