ফুটবল
DURAND CUP 2025: টানা দ্বিতীয়বারের জন্য ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে নর্থইস্ট। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে, শক্তিশালী শিলং লজঙ্গের বিরুদ্ধে খেলতে নামবে গতবারের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি। নর্থইস্ট কোচ জুয়ান পেদ্রো বেনালির মূল লক্ষ্য, টানা দ্বিতীয়বারের জন্য প্রতিযোগিতার ফাইনালে নিজেদের জায়গা পাকা করা। গত বছর এই শিলং লজঙ্গকেই ৩-০ গোলে হারিয়ে, ফাইনালে উঠেছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। এমনকি গ্রুপ পর্যায়েও ২-১ গোলে শিলংকে হারিয়েছিল নর্থইস্ট। ফলে মঙ্গলবার, আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যেই জুয়ানের ছেলেরা।
তবে এই ম্যাচের আগে, প্রতিপক্ষ সম্পর্কে যথেষ্ট সচেতন নর্থইস্ট ইউনাইটেড কোচ জুয়ান পেদ্রো বেনালি। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “দুই দলের কাছেই এই ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। গতবছর ফলাফল যা হয়েছে, সেটা এখন অতীত। এখন এটা সেমিফাইনাল ম্যাচ। জিততে পারলে ফাইনালের রাস্তা খুলে যাবে। ফলে দুই দলই জেতার মানসিকতা নিয়েই মাঠে নামবে”। মিচেল জাবাকোর অধিনায়কত্বে প্রথমবারের জন্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। সেমিফাইনাল ম্যাচে নামার আগে অধিনায়ক মিচেল জাবাকো বলেন, “সেমিফাইনালে পৌঁছতে পেরে আমরা খুবই খুশি। এরকম ম্যাচে খেলার জন্য আমরা মুখিয়ে থাকি। শিলং লাজঙ্গের বিরুদ্ধে জিততে চাই এবং নিজেদের সর্বস্ব দিতে আমরা তৈরি রয়েছি”।