ফুটবল
প্রাক্তন এবং বর্তমান ক্লাব সচিবের বাকযুদ্ধে, নির্বাচন তুঙ্গে মোহনবাগানের। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার মোহনবাগানের একটি ফ্যান ক্লাব দ্বারা একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেই অনুষ্ঠানে তাদের মূল উদ্দেশ্য ছিল তাদের নিজস্ব জার্সি, লোগো এবং রেজিস্ট্রেশনপত্র উন্মোচন করা। সেই অনুষ্ঠানে তাদের মুখ্য অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন মোহনবাগান ক্লাব সচিব সৃঞ্জয় বসু। ইতিমধ্যেই ক্লাবের নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রাক্তন এবং বর্তমান ক্লাব সচিবের মধ্যে বাকযুদ্ধ চলছে। সেই মতোই শনিবার এই অনুষ্ঠানের শেষে দেবাশিষ দত্তর বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সৃঞ্জয় বসু।
শুক্রবার ক্লাব তাবুতে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন বর্তমান ক্লাব সচিবের দেবাশিষ দত্ত। সেই বিষয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দিতে পিছুপা হননি সৃঞ্জয় বসুও। শনিবার অনুষ্ঠান শেষে তিনি পরিষ্কার জানিয়ে গেছেন, “তার চিঠির জবাব আমার উকিল দিয়েছে”। তবে সব কিছুর মাঝে বাগান সমর্থকদের বিষয়ে সৃঞ্জয় বসু বলেছেন, “মোহনবাগান সমর্থকেরা ভালোমত জানে কাদের সঙ্গে থাকতে হবে। তাই সমর্থকদের উপরে আমার ভরসা রয়েছে”।