আইএসএল
Transfer Update: হায়দ্রাবাদে সই করলেন ল্যামগোলেন হ্যাংশিং
শুভম মন্ডল: দলবদলের বাজারে বড় চমক দিল হায়দ্রাবাদ এফসি। ২৭ বছর বয়সী মনিপুরি ফুটবলার ল্যামগোলেন হ্যাংশিংকে সই করাল তারা। ল্যামগোলেনকে দলে পেতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। শুধু যে লাল-হলুদ ব্রিগেড তাঁকে পেতে মরিয়া ছিল তা একেবারেই নয়। ইস্টবেঙ্গলের সঙ্গে মুম্বই, ওড়িশা, হায়দ্রাবাদ, ইন্টার কাশীও লড়াইতে ছিল এই তরুণ রাইটব্যাককে সই করাতে। এছাড়া চার্চিলও তাদের অধিনায়ককে ধরে রাখতে মরিয়া প্রচেষ্টা করেছিল। গত মরশুমে আই লিগে দূর্দান্ত খেলেছিলেন এই তরুণ প্রতিভাবান রাইটব্যাক। ২০১৮-১৯ মরশুম থেকে চার্চিলের জার্সি গায়ে খেলছেন তিনি।
রক্ষণ সামলানোর সাথে সাথে ল্যামগোলেন সমানতালে আক্রমণ-প্রতি আক্রমণেও দুরন্ত। গত মরশুমে চার্চিলের জার্সি গায়ে ২১টি ম্যাচ খেলেছন তিনি। সেখানে দুটি গোল এবং একটি অ্যাসিস্টও আছে তাঁর নামের পাশে। নতুন মরশুমে হায়দ্রাবাদের জার্সি গায়ে আইএসএলে নিজেকে কীভাবে মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার।