ইস্টবেঙ্গল
IFA SHIELD 2025: হিরোশিকে রেজিস্ট্রেশন করিয়ে ফেলল ইস্টবেঙ্গল। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত বৃহস্পতিবার রাতে, কলকাতায় পা রেখেছিলেন ইস্টবেঙ্গলের নবাগত জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকি। এসেই একদিনের ছুটি কাটিয়ে, শনিবার বিকেলেই দলের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েছিলেন তিনি। দিমিত্রিওস দিমানতাকোস দল ছাড়ার পর, হিরোশির উপর প্রত্যাশাও অনেকটা রয়েছে লাল-হলুদ সমর্থকদের। কিন্তু দলের সঙ্গে চুটিয়ে দুদিন অনুশীলন করলেও, নামধারী এফসির বিরুদ্ধে আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে পারেননি হিরোশি। মূলত আইটিসি না আসায়, দ্বিতীয় ম্যাচের আগে হিরোশিকে রেজিস্ট্রেশন করাতে পারেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কিন্তু অবশেষে লাল-হলুদ সমর্থকদের জন্য রয়েছে সুখবর। আইএফএ শিল্ডের ফাইনালের আগে আন্তর্জাতিক ছাড়পত্র পেয়ে গেলেন হিরোশি ইবুসুকি। ফলে ফাইনালের আগেই এই জাপানি ফরোয়ার্ডকে রেজিস্ট্রেশন করিয়ে ফেলল ইস্টবেঙ্গল। আগামী রবিবার ফাইনালেও মাঠে নামতে পারবেন হিরোশি।