ফুটবল
পঞ্চম অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে নামছে ভারত। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১৬ তারিখ ২০২৫ অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মলদিভসের মুখোমুখি হবে ভারতের অনূর্ধ্ব-১৭ দল। কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুপুর ৩টে থেকে হবে ম্যাচটি। যেখানে গ্রুপ বি-তে রয়েছে ভারত। এছাড়াও সেই গ্রুপে রয়েছে মলদিভস, পাকিস্তান এবং ভুটান। অন্যদিকে গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশ। দুটি গ্রুপ থেকে প্রথম দুটি দল জায়গা পাবে সেমিফাইনালে। এদিকে নিজের পঞ্চম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে নামবে বিবিয়ানো ফার্নান্দেজের ভারতীয় দল। তবে দলের সকল তরুণ ফুটবলারদের নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। ম্যাচের আগেরদিন তিনি বলছেন, “প্রায় দু’মাস গোয়ায় কঠোর পরিশ্রম করেছে ছেলেরা। আমরা শ্রীলঙ্কায় এসে খুবই খুশি। এছাড়াও আমরা এখানে যেভাবে সাফ কাপে ভালো খেলার লক্ষ্যে থাকবো, ঠিক সেইভাবেই মুখিয়ে থাকবো আসন্ন এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য ফুটবলার তুলে আনতে”।
গতবারের সাফ চ্যাম্পিয়ন ভারত। ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা নিয়ে সেই শিরোপা ধরে রাখতেই মাঠে নামবে ভারতের অনূর্ধ্ব-১৭ দল। সেই প্রসঙ্গে বিবিয়ানো ফার্নান্দেজ বলেন, “আমরা আগামীতে মনোযোগ দিতে চাই, অতীতে নয়। এই মুহূর্তে আমরা মলদিভসের বিরুদ্ধে প্রথম ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছি। আমরা নিজেদের সেরাটা দেবো এবং বাকি প্রত্যেকটা ম্যাচেই জয়ের জন্য ঝাপাবো”। অধিনায়ক ওয়াংখেম ডেনি সিং বলছেন, “শেষ দুই মাস গোয়ায় আমরা খুব কঠোর পরিশ্রম করেছি। আমরা তৈরি রয়েছি নিজেদের সেরাটা দিতে”।