আন্তর্জাতিক ফুটবল
এসিএল ২-এর কঠিন গ্রুপে মোহনবাগান। আল নাসেরের গ্রুপে এফসি গোয়া। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএল চ্যাম্পিয়ন হয়ে, ভারতীয় দল হিসেবে সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূল পর্বে নিজেদের জায়গা পাকা করেছিল মোহনবাগান। এছাড়াও শুক্রবার কোয়ালিফাইং রাউন্ডে নিজেদের ঘরের মাঠে ওমানের ক্লাব আল সিবকে ২-১ গোলে হারিয়ে, দ্বিতীয় ভারতীয় ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূল পর্বে জায়গা পাকা করেছে এফসি গোয়াও। ফলে ভারতের থেকে দুটি ক্লাব আসন্ন এএফসির মঞ্চে প্রতিনিধিত্ব করবে। ভারতের স্বাধীনতা দিবসের দিন, মালয়েসিয়ায় আসর বসেছিল এসিএল ২-এর গ্রুপ বিন্যাসের। প্রতিযোগিতার গ্রুপ বিন্যাসের পট ৩-এ জায়গা পেয়েছিল মোহনবাগান। অপরদিকে পট ২-এ ছিল এফসি গোয়া। এবারে শুক্রবার আনুষ্ঠানিকভাবে হয়ে গেল আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ বিন্যাস। যেখানে গ্রুপ সি-তে জায়গা পেয়েছে মোহনবাগান। মোহনবাগান ছাড়াও সেই গ্রুপে রয়েছে সেপাহান এসসি, আল হুসেইন এবং আহল এফসি।
অপরদিকে কঠিন গ্রুপে জায়গা পেয়েছে এফসি গোয়া। গ্রুপ ডি-তে রয়েছে মানোলো মার্কুয়েজের দল। যেখানে কঠিন দল হিসেবে গোয়ার প্রতিপক্ষ হবে ফুটবল জগতের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসের। এছাড়াও সেই গ্রুপে রয়েছে আল জাওরা এসসি এবং এফসি ইস্টিকলোল।