ফুটবল
সম্ভাব্য তিরিশজনের নাম ঘোষণা করলেন খালিদ জামিল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কাফা নেশনস কাপে খালিদ জামিলের তত্ত্বাবধানে দারুন পারফরম্যান্স করেছে ভারতীয় দল। শেষ ম্যাচে ওমানের মত শক্তিশালী দলকে হারিয়ে, প্রতিযোগিতার তৃতীয় স্থানে নিজেদের জায়গা পাকা করেছেন মেন ইন ব্লুজরা। এবারে সামনে রয়েছি এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা। সিঙ্গাপুরে হবে সেই ম্যাচগুলো। এবারে সেই ম্যাচে খেলতে নামার আগে ৩০ জন ফুটবলারের নাম ঘোষণা করলেন খালিদ জামিল।
গোলরক্ষক: অমৃন্দার সিং, গুরমিত সিং এবং গুরপ্রীত সিং সান্ধু।
ডিফেন্ডার: আনোয়ার আলি, বিকাশ ইয়ুমনাম, চিঙ্গলেনসানা সিং, রালতে, মোহাম্মদ উভাইস, প্রামবীর, রাহুল ভেকে, রিকি মিতেই, রোশন সিং।
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক, জিকসন সিং, জিথিন এমএস, ম্যাকার্টন লুইস, নাওরেম মহেশ সিং, মোহাম্মদ আইমেন, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম এবং ভিবিন মোহানান।
ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাঙ্গতে, মনভীর সিং, মোহাম্মদ সানান, মুহাম্মদ সুহেল, পার্থিব গোগোই, সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং।