আইএসএল
আইএসএল জট কাটাতে, ফিফাকে মেইল করলো ফিফপ্রো। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দেশের সর্বোচ্চ লিগ আইএসএল আদৌ আসন্ন মরশুমে হবে কি না, সেই নিয়ে এখনও কোন নিশ্চয়তা নেই ভারতীয় ফুটবল মহলে। লিগের অনিশ্চয়তার কারণে, একে একে বেশ কয়েকটি আইএসএল দল লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে ফেলেছে। শুধু তাই নয়, ফুটবলারদের যাদের সঙ্গে চুক্তি ছিল দলগুলির, সেই সকল ফুটবলারদের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছে ক্লাবগুলি। ফলে স্বাভাবিকভাবেই ফুটবলারদের আর্থিক দিকের পাশাপাশি ফুটবলারদের ক্যারিয়ারেও যথেষ্ট প্রভাব পড়ছে। এছাড়াও একে একে নিজেদের দৈনন্দিন কার্যকলাপও বন্ধ করেছে বেশ কিছু আইএসএল ক্লাব। এহেন পরিস্থিতিতে ভারতীয় ফুটবলের পাশে দাঁড়াতে এবারে এগিয়ে এল পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো। ফিফাকে মেইল করে দ্রুত আইএসএলের এই অচলাবস্থা কাটানোর দাবি জানাল জানিয়েছে তারা।