আন্তর্জাতিক ফুটবল

ভুল শুধরে ভাল ফুটবলের আশায় অ্যান্থনি

Published

on

সায়ন দে, নেপাল: নেপালে আয়োজিত হওয়া সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে, বাংলাদেশের ক্লাব নাসরিন এসএ-র বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। সেই ম্যাচের আগে শনিবার অনুশীলনের শুরুতে দীর্ঘক্ষণ ফুটবলার রেস্টি নানজিরির সঙ্গে আলাদাভাবে কথা বলতে দেখা গেল ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুসকে। করাচি এফসির বিরুদ্ধে ম্যাচে অনেক গোলের সুযোগ নষ্ট করেছিল ইস্টবেঙ্গল। তবে নাসরিন এসএ-র বিরুদ্ধে সেই ভুল যেন না হয়, সেই কথাই হয়ত রেস্টিকে বুঝিয়ে দিচ্ছিলেন অ্যান্থনি। সেই কথাই শনিবার অনুশীলনের শেষেও জানিয়েছেন অ্যান্থনি অ্যান্ড্রুস। তিনি বলেন, “প্রস্তুতি ভাল হয়েছে। গত ম্যাচে আমাদের অনেক জায়গায় ভুলভ্রান্তি হয়েছিল। গোলের কাছে গিয়েও অনেক সুযোগ নষ্ট হয়েছিল। তবে অনুশীলনে আমরা সেই ভুল গুলোকে শুধরেছি এবং চেষ্টা করছি আগে গোল তুলে নিতে”।

ফাইনালের প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। তবে নাসরিন এসএ-র বিরুদ্ধে ম্যাচে দলে পরীক্ষানিরীক্ষা করার বিষয়েও জানালেন অ্যান্থনি। তিনি বলেন, “অবশ্যই কিছু পরীক্ষানিরীক্ষা করব, তবে সেটা খুব বেশি নয়। আমাদের পরপর ম্যাচ খেলতে হচ্ছে। পাশাপাশি মাঠের পরিস্থিতিও খুব ভাল না। ফলে ফুটবলারদের চোট-আঘাত যাতে না লাগে, সেই দিকেও নজর রাখতে হবে”। এদিকে ইস্টবেঙ্গলের হয়ে এই নিয়ে দ্বিতীয় মরশুম খেলছেন রেস্টি নানজিরি। নাসরিন এসসির বিরুদ্ধে ম্যাচের আগে তিনি বলেন, “ইস্টবেঙ্গলের হয়ে যাত্রাটা ভালই চলছে। দলও এই মরশুমে যথেষ্ট ভাল। আমাদের লক্ষ্য আগামীকালের ম্যাচে ভাল ফুটবল খেলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version