ফুটবল
সুপার কাপ চ্যাম্পিয়নরা সুযোগ পাবে এএফসি এসিএল দুইয়ে খেলার সুযোগ। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অক্টোবর মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে সুপার কাপ। আইএসএল শুরু হবে চলতি বছরের শেষের দিকে। তবে ভারত থেকে এএফসি প্রতিযোগিতার খেলার সুযোগ থাকবে এই দুই প্রতিযোগিতা থেকেই। শুক্রবার এআইএফএফের তরফ থেকে সরকারিভাবে সেই কথা জানিয়েও দেওয়া হয়েছে। ভারত থেকে এসিএল দুইয়ে খেলার জন্য রয়েছে মাত্র দুটি স্লট। যেখানে আইএসএল শিল্ড চ্যাম্পিয়নরা সুযোগ পাবে সরাসরি এএফসি এসিএল দুইয়ের গ্রুপ পর্যায়ের খেলার। ঠিক সেভাবেই, সুপার কাপ চ্যাম্পিয়ন দলের কাছে সুযোগ থাকবে সরাসরি এএফসি এসিএল দুইয়ের প্লে-অফ পর্যায়ে খেলার। জয় পেলে সরাসরি গ্রুপ পর্যায়ের খেলার সুযোগ থাকলেও, হেরে গেলে সেই দলের কাছে সুযোগ থাকবে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার।
এছাড়াও সুপার কাপের ব্রডকাস্টিং নিয়ে আলোচনায় বসবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। ভালোভাবে যাতে সুপার কাপের আয়োজন করা যায় এবং টিভি বা অন্যান্য যেখানেই খেলা দেখানো হবে, সেখানে দর্শকেরা যাতে ভালোমত সেই মাচগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন, সেই দিকে নজর রাখছেন দুই পক্ষই।