ইস্টবেঙ্গল
CFL 2025: কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র ইস্টবেঙ্গলের। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুম কলকাতা লিগে খুব একটা ভালো ছন্দে দেখা যাচ্ছেনা ইস্টবেঙ্গলকে। প্রথম ম্যাচে মেজারার্স ক্লাবের বিরুদ্ধে ৭-১ এর বড় ব্যবধানে জয় পেলেও, সুরুচি সংঘের বিরুদ্ধে এগিয়ে থেকেও আটকে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। শনিবার ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধেও জয় পেলনা বিনো জর্জের দলের। ম্যাচের প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে পড়েছিল লাল-হলুদ ব্রিগেড। তবে দ্বিতীয়ার্ধে পরপর আনান্থু এবং প্রভাত লাকরার গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল।
ম্যাচের ১৮ মিনিটেই, নিজেদের বক্সের ভেতরে কড়া ট্যাকেল করে বসেন ইস্টবেঙ্গল রক্ষণের ফুটবলার চাকু মাণ্ডি। যার ফলে পেনাল্টি পেয়ে যায় ক্যালকাটা কাস্টমস। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন শ্লোক তিওয়ারি। ঠিক তার চার মিনিট পরেই, ব্যবধান বাড়ান সৌরভ সেন। অপরদিকে বেশ কিছুবার গোলের সামনে পৌঁছে গিয়েও, খেই হারাচ্ছিলেন আমান সিকে, সায়ন ব্যানার্জীরা। যার ফলে প্রথমার্ধে ০-২ ব্যবধানে পিছিয়েই সাজঘরে ফেরে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মাথায় একটি গোল করে ব্যবধান কমান কেরালার স্ট্রাইকার আনান্থু। তারপর ৭১ মিনিটে প্রভাত লাকরার বুদ্ধিদীপ্ত শটে, সমতায় ফেরে ইস্টবেঙ্গল।