Connect with us

ISL 2024/25: মিশন কেরালায় জয় চান মোলিনা

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরের মাঠে পঞ্জাব এফসিকে হারিয়ে অনুশীলনে চার দিনের ছুটি ঘোষণা করেছিলেন হোসে মোলিনা। সেই ছুটি কাটিয়ে সোমবার থেকে কেরালা ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল সবুজ-মেরুন ব্রিগেড। এদিন অনুশীলন শুরুতে হয় প্রায় দশ মিনিটের টিম মিটিং। আর সেখানে বাগান কোচের ভোকাল টনিকই যেন উজ্জীবিত করল বাগান ফুটবলারদের। অনুশীলন শুরুর আগেই মোলিনা বলেন, “যা হয়েছে সব ভুলে যাও। এখন শুধু আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। শেষ চারটি ম্যাচই আমাদের জিততে হবে।” তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হোসে মোলিনার চিন্তা বাড়ালেন সাহাল আব্দুল সামাদ এবং আশিস রাই। পঞ্জাব ম্যাচে চোট পেয়েছিলেন মোহনবাগানের এই দুই ফুটবলার। সোমবার অনুশীলনে এলেও মাঠে নামলেন না সাহাল। সাইডলাইনে ফিজিওর তত্ত্বাবধানে রিহ্যাব সারলেন আশিস রাই। সূত্র মারফত খবর, কেরালা ম্যাচে অনিশ্চিত সাহাল। তবে পরিস্থিতি বুঝে আশিস রাইকে ব্যবহার করার কথা ভাবা হবে।

সাহাল, আশিস দলের সঙ্গে অনুশীলন না করলেও, বাকিরা চুটিয়ে অনুশীলন করলেন। জেসন কামিন্স, জেমি ম্যাকলারেনরা এক প্রস্থ দেশে ঘুরে এসেই দলের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এদিন অনুশীলনে মোলিনার মূল লক্ষ্য ছিল দলের মধ্যে আরও ঐক্যবদ্ধতা বাড়িয়ে তোলা। ফুটবলারদের দুটি দলে ভাগ করে অনুশীলন করালেন তিনি। আশিস রাইয়ের অনুপস্থিতিতে রাইট ব্যাক পজিশনে খেললেন দীপেন্দু বিশ্বাস। পাশাপাশি, কার্ড সমস্যা কাটিয়ে কেরালা ম্যাচে মাঠে ফিরতে চলেছেন আপুইয়া। ফলে সাহাল না থাকায় আপুইয়ার পাশে দীপক টাংরির খেলার সম্ভবনাই বেশি। আক্রমণে চার বিদেশিকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলেন বাগান কোচ৷ এখন দেখার কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে পারে কিনা সবুজ-মেরুন ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা