আন্তর্জাতিক ফুটবল
EPL 2025: লিভারপুলের বিরুদ্ধে দাপুটে জয় ম্যানচেস্টার সিটির
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিরুদ্ধে জয় পেলেও, রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হারল লিভারপুল। ঘরের মাঠে ৩-০ গোলের দাপুটে জয় পেল পেপ গার্দিওলার দল। প্রথমার্ধেই আর্লিং হাল্যান্ড ও নিকো গন্সালেসের গোলে এগিয়ে গিয়েছিল সিটি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ালেন জেরেমি দোকু। পাশাপাশি নিজের কোচিং কেরিয়ারের ১০০০তম ম্যাচে জয় পেলেন পেপ গুয়ার্দিওলা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই লিভারপুল বক্সে আক্রমণ তুলে আনতে থাকেন সিটির ফুটবলাররা। ১৩ মিনিটে পেনাল্টিও পায় তারা। তবে সেখান থেকে গোল করে শুরুতেই দলকে এগিয়ে দিতে ব্যর্থ আর্লিং হালান্ড। পেনাল্টি শট দারুনভাবে বাঁচিয়ে দেন লিভারপুল গোলরক্ষক মামারদাশভিলি। তবে ২৯ মিনিটে নুনেসের ক্রস থেকে হেডে গোল পান হাল্যান্ড। অন্যদিকে ম্যাচের ৩৯ মিনিটে গোল করে লিভারপুলকে সমতায় ফিরিয়েছিলেন ডিফেন্ডার ভ্যান ডাইক। তবে সেই অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। অন্যদিকে প্রথমার্ধের শেষের দিকে গোল করে ব্যবধান ২-০ করেন নিকো গন্সালেস।
দ্বিতীয়ার্ধেও সমানভাবে আক্রমণাত্মক ফুটবল খেলেন ম্যানচেস্টার ফুটবলাররা। ৬৩ মিনিটেই একটি দারুন গোল করে ব্যবধান ৩-০ করেন দোকু। তারপরেও বেশ কয়েকবার আক্রমনে উঠেছিল ম্যানচেস্টার সিটি। তবে গোল আসেনি। যেই কারণে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে মাঠ ছাড়েন পেপ গার্দিওলার দল। এই জয়ের ফলে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।
