ফুটবল
মহিলাদের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপ ‘সি’তে ভারত। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এই মুহূর্তে ভারতীয় ফুটবলে চরম ডামাডোল চলছে। দেশের সর্বোচ্চ লিগ আইএসএল আদৌ এই মরশুমে হবে কিনা সেই নিয়েও একটা অনিশ্চয়তা রয়েছে। কিন্তু তারই মাঝে আসার আলো দেখিয়েছেন ভারতের মহিলা ফুটবলাররা। আগামী বছর মহিলাদের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের খেলবে ভারতের মহিলা ব্রিগেড। থাইল্যান্ডে আয়োজিত হবে সেই ম্যাচগুলো। এবারে সেই ম্যাচের জন্য ইতিমধ্যেই গ্রুপ বিন্যাস হয়ে গেল। যেখানে আসন্ন মহিলাদের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপ ‘সি’তে জায়গা পেয়েছে ভারতের মহিলা অনূর্ধ্ব-২০ দল। এছাড়াও সেই গ্রুপে রয়েছে জাপান, অস্ট্রেলিয়া এবং চাইনিজ তাইপেইয়ের মত শক্তিশালী দল। এবারে দেখার এই কঠিন গ্রুপে কিভাবে নিজেদের মেলে ধরেন ভারতের মহিলারা।
