ফুটবল

শক্তি বাড়ল ভারতীয় ফুটবল দলের।  শিবিরে যোগ দিচ্ছেন এই দুই বিদেশী। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে, এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা শেষ হয়েছে ভারতীয় ফুটবল দলের। আগামী ১৮ নভেম্বর, এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে খালিদ জামিলের দল। যদিও সেই ম্যাচটি ভারতের কাছে শুধুই নিয়মরক্ষার ম্যাচ। তবে ভারতীয় ফুটবলের এই সময়েও যুগান্তকারী পদক্ষেপ নিল ফেডারেশন। ভারতীয় দলের শক্তি বাড়ানোর জন্য, দুই বিদেশি ফুটবলারকে জাতীয় দলের শিবিরে ডাকা হয়েছে। যেখানে রয়েছেন অবনীত ভারতী এবং ভারতীয় বংশোদ্ভূত ফরওয়ার্ড রায়ান উইলিয়ামস। যদিও খালিদ জামিলের ২৩ জন সদস্যের সম্ভাব্য দলে ছিলেন না অবনীত এবং উইলিয়ামস। এখানেই প্রশ্ন উঠছে, এই দুই ফুটবলারকে সঙ্গে নিয়েই কি ঢাকা উড়ে যাবে ভারতীয় দল?

ভারতীয় পাসপোর্টধারী ডিফেন্ডার অবনীত ভারতী বলিভিয়ার শীর্ষ স্থানীয় ক্লাব অ্যাকাডেমিয়া ডেল বলোমপি বলিভিয়ানোতে খেলেন। এর আগে তিনি আর্জেন্টিনার সোল ডি মায়োতেও খেলেছিলেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার ৩১ বছর বয়সি উইলিয়ামস ভারতীয় ফুটবলের পরিচিত মুখ। বেঙ্গালুরু এফসি’র জার্সি গায়ে খেলেন তিনি। সম্প্রতি ভারতীয় পাসপোর্ট পেয়েছেন তিনিও। এদিকে বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এই দুই ফুটবলার কবে থেকে জাতীয় শিবিরে যোগ দেবেন? যা জানা যাচ্ছে, চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন রায়ান উইলিয়ামস। তবে শীঘ্রই ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার কথা অবনীত ভারতীর। এবারে দেখার এই দুই ফুটবলার ভারতীয় শিবিরে যোগ দেওয়ায় কতটা শক্তিবৃদ্ধি হয় ভারতীয় দলের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version