রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পুরুষদের বিশ্বকাপ ফুটবলে খেলার ছাড়পত্র পেয়ে ইতিহাস গড়ল এশিয়ার দুই দেশ উজবেকিস্তান এবং জর্ডন। শুধু তাই নয়, আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে দক্ষিণ কোরিয়াও। বৃহস্পতিবার আরব আমিরশাহীর বিরুদ্ধে পয়েন্ট পেলেই, বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল উজবেকিস্তানের কাছে। তবে হেরে গেলে সেই স্বপ্ন অধরাই থেকে যেতো তাদের। আর ঠিক সেইটাই করে দেখালো উজবেকিস্তান। আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচটি গোলশূন্য ড্র করেই, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল তারা।
অপরদিকে ওমানের বিরুদ্ধে ম্যাচটি জর্ডনের কাছেও ছিল গুরুত্বপূর্ণ। শুধু নিজেদের জয় নয়, ইরাকের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়াকেও জয় পেতেই হত। তাহলেই সুযোগ ছিল জর্ডনের বিশ্বকাপে কোয়ালিফাই করার। আর ঠিক সেটাই হলো। ওমানকে তারা হারালো ৩-০ গোলে। অপরদিকে দক্ষিণ কোরিয়াও ইরাককে হারিয়েছে ২-০ গোলে। ফলে দুটি ক্ষেত্রেই ফলাফল জর্ডনের অনুকূলে। যার ফলে ইতিহাস গড়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা পাকা করল জর্ডন। অপরদিকে টানা ১১ বার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল দক্ষিণ কোরিয়াও।