রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সদ্য রিয়াল মাদ্রিদের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে ব্রাজিলে হেড কোচ পদে নিযুক্ত হয়েছেন স্প্যানিশ কোচ কার্লো আনচেলত্তি। পাশাপাশি ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বপ্রথম বিদেশী কোচও হয়েছেন তিনি। কিন্তু কোচ বদল হলেও ভাগ্য বদল হলো না ব্রাজিলের। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল সেলেকাওরা। অপরদিকে চিলিকে ১-০ গোলে হারিয়ে, শীর্ষে আর্জেন্টিনা।
ক্লাব ফুটবলে দীর্ঘ সাফল্যের পর, ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন কার্লো আনচেলত্তি। অপরদিকে ডোরিভাল জুনিয়রের কোচের পদ থেকে ছাঁটাই হয়ে আনচেলত্তির আগমনে দল ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা ছিল ব্রাজিল সমর্থকদের। তবে এদিনের পারফরম্যান্সে এক ফোঁটাও উন্নতি দেখা গেলো না ব্রাজিলের। একটি গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে ব্রাজিলের তুলনায় ইকুয়েডরকে যথেষ্ট সাবলীল ছন্দে দেখা গেল এদিনের ম্যাচে। দ্বিতীয়ার্ধে যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলে তারা। অবশেষে এই ড্রয়ের ফলে বিশ্বকাপের বাছাই পর্বে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। যেহেতু দক্ষিণ আমেরিকা থেকে মোট ছয়টি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে, ফলে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে কোনরকম সংশয় নেই ব্রাজিলের।
অপরদিকে নিজেদের সেরা ছন্দ ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে যুলিয়ান আলভারেজের একমাত্র গোলে, চিলিকা হারায় আর্জেন্টিনা। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। এছাড়াও চোট সারিয়ে এদিনের ম্যাচে দলে ফিরেছিলেন লিওনেল মেসি।