রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টাটা ফুটবল একাডেমি থেকে আবির্ভাব হয় জামশেদপুর সিনিয়র দলে। সেখানে এসে চলতি মরশুম দারুণ ফুটবল উপহার দিয়েছেন জামশেদপুরের তরুণ ফুটবলার নিখিল বাড়লা। ঘরের মাঠে মোহনবাগানকে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে হারিয়ে ইতিমধ্যে অ্যাডভান্টেজ পজিশনে জামশেদপুর। তবে দ্বিতীয় লেগে মোহনবাগানের ঘরের মাঠে মুখোমুখি হবেন খালিদ জামিলের ফুটবলাররা। তবে সেই বিষয়টিকে সমীহ করলেও নিজেদের খেলার উপরে আস্থা রাখছেন নিখিল। শনিবার অনুশীলন শেষে নিখিল বলেন, “গত ম্যাচে আমরা দারুণ ফুটবল খেলেছি। আমরা আশা করব সেই খেলাটাকেই এই ম্যাচেও ধরে রাখতে এবং একটা পজেটিভ রেজাল্ট করতে।”
টাটা ফুটবল একাডেমি থেকে উঠে এসে এখন জামশেদপুর দলে নিয়মিত খেলছেন নিখিল। সেই বিষয়ে তিনি বলেন, “টাটা ফুটবল একাডেমিতে খেলার পর জামশেদপুরের সিনিয়র দলের সুযোগ পেয়ে আমার খুব ভাল লাগছে। আমি চার বছর একাডেমিতে ছিলাম এবং আইএসএলে আমার তিন বছর হয়ে গেছে। শুরু থেকে আমি সবটা দেখছি এবং সেটাই আমি সব থেকে বেশি উজ্জীবিত করেছে।” এক গোলে এগিয়ে থাকলেও পরবর্তী ম্যাচটা কিন্তু জামশেদপুরকে খেলতে হবে মোহনবাগানের ঘরের মাঠে। অসংখ্য পরিমাণ সবুজ-মেরুন সমর্থক মাঠ ভরাবেন সেদিন তাদের প্রিয় দলকে সমর্থন করতে। যদিও সেই বিষয়ে একদমই চিন্তিত নন নিখিল। তিনি বলেন, “একজন ফুটবলার হিসেবে আমরা জানি যে অ্যাওয়ে ম্যাচে এত সমর্থকদের সামনে সেমিফাইনালের মত ম্যাচে খেলাটা একটু কঠিন হয়। তবে আমরা নিজেদেরকে সেই ভাবে মোটিভেট করছি। আমরা চেষ্টা করছি আমরা গত ম্যাচে যেরকম ভাল ফুটবলটা খেলেছি, সেই ভাবেই এই ম্যাচও আমরা সেটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি।”
দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার স্টিফেন এজে এবং আশুতোষ মেহতাকে পরবর্তী ম্যাচে পাবেনা জামশেদপুর। সেই বিষয়ে নিখিল বলেন, “তাদের দুজনের না থাকাটাই একটু হলেও অসুবিধা হবে, তবে আমাদের দলেও ফুটবলার রয়েছেন সেই জায়গায় খেলার মত। এবারে দেখার কোচ তাঁদেরকে কীভাবে ব্যবহার করেন।” এছাড়াও ভারতীয় কোচ হিসেবে খালিদ জামিল ইতিমধ্যেই জামশেদপুরকে সেমিফাইনালে নিয়ে গেছেন। যদি ফাইনালে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভারতীয় কোচ হিসেবে এটা একটা নজির তৈরি হবে, কারণ আইএসএলে ইতিমধ্যে একমাত্র ভারতীয় কোচ হিসেবে কোন দলের দায়িত্বে রয়েছেন একমাত্র খালিদ। সেই বিষয়ে নিখিল বলেন, “আমাদের কোচ খুবই ভাল এবং একজন ভারতীয় কোচ হওয়ায় আমাদেরও খুব সুবিধা হয় তাঁর সঙ্গে বোঝাপড়াটা করতে। তবে আমরা চেষ্টা করব যেন তাঁর নির্দেশে ভাল ফুটবলটা খেলে আমরা ফাইনালে পৌঁছতে পারি।”