আইএসএল
ISL 2025: এগিয়ে থাকলেও মোহনবাগানকে সমীহ করছেন জামশেদপুর ফুটবলার জর্ডান মারে। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে ২-১ গোলে দারুণ জয় পেয়েছে জামশেদপুর এফসি। আগামী ৭ এপ্রিল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে নামবে খালিদ জামিলের দল। এক গোলে এগিয়ে থাকলেও মোহনবাগানের ঘরের মাঠে ম্যাচটি সহজ হবেনা, সেই কথা খুব ভালোমতই জানেন জামশেদপুর দলের সকলে। অপরদিকে ঘরের মাঠে চলতি মরশুম দারুন পারফরমেন্স করেছে বাগান শিবির। ফলে তাদের বিরুদ্ধে ম্যাচটা কঠিন হলেও, খেলতে মুখিয়ে রয়েছেন জামশেদপুরের আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার জর্ডান মারে। তিনি বলেন, “মোহনবাগান তাদের ঘরের মাঠে দরুন ফুটবল খেলেছে। তারা ঘরের মাঠে পূর্ণ সমর্থন পাবে। আমাদের কাছে ম্যাচটা কঠিন হলেও নিজেদের সেরা ফুটবলটা খেলতে আমরা মুখিয়ে রয়েছি”।
নিজেদের ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়েই কলকাতায় এসেছে জামশেদপুর এফসি দল। সেই বিষয়ে জর্ডান মারে জানিয়েছেন, “আমরা প্রথম ম্যাচটা জিতেছি ঠিকই কিন্তু এই ম্যাচটা আমাদের ০-০ ব্যবধানেই শুরু করার মানসিকতা নিয়ে খেলতে হবে এবং জেতার জন্য খেলতে হবে। আমাদের ঘরের মাঠেও আমরা সমর্থকদের পূর্ণ সমর্থন পেয়েছি। এবারে মোহনবাগানের পালা। তাদের সমর্থকেরা তাদের সমর্থন করলেও আমাদের ফোকাসড থাকতে হবে এবং ম্যাচে ভালো ফল করতে হবে”। গত ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে মোহনবাগানের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে পারবেন না রক্ষণের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার স্টিফেন এজে এবং আশুতোষ মেহতা। সেই বিষয়ে মারে বলেন, “স্টিফেন এবং আশুতোষ গোটা মরশুম জুড়ে দারুন ফুটবল খেলেছে। তাদের পরের ম্যাচে আমরা পাবো না। তবে সেই জায়গায় যারা ফুটবল খেলবে তাদের বাড়তি দায়িত্ব নিয়ে ম্যাচে খেলতে হবে। মোহনবাগান দলে দারুন ফরেন ফুটবলাররা রয়েছেন। ফলে তাদের রুখতে বাড়তি তাগিদ দেখাতে হবে। আমাদের দলের সাপোর্ট স্টাফেরা আমাদের যথেষ্ট উৎসাহিত করে। তাই আমরাও চেষ্টা করব ভালো ফুটবলটা খেলে ম্যাচে ভালো ফল করার”।
এছাড়াও দলের হেড কোচ খালিদ জামিল, যিনি একমাত্র ভারতীয় কোচ হিসেবে এই আইএসএলে কোচিং করাচ্ছে। তার অধীনেই জামশেদপুর এফসি সেমিফাইনাল খেলছে। সেই বিষয়ে জর্ডান মারে বলেন, “একজন ভারতীয় কোচ হিসেবে একটা দলকে আইএসএলের সেমিফাইনালে নিয়ে যাওয়াটা সহজ নয়। খালিদ সেটা করে দেখিয়েছে। উনি দারুন কোচ। আমাদের দলকে উনি যেভাবে উজ্জীবিত করেন সেটা সত্যিই অনবদ্য। এর আগেও আমি যখন ভারতে খেলেছি, তখন থেকেই আমি দেখছি খালিদ কিভাবে ফুটবলারদের চয়ন করেন এবং তাদের তৈরি করেন। তাই আমি চাইব খালিদ এভাবেই কাজ করুক এবং ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাক”।