আইএসএল

ISL 2024/25: পঞ্জাবকে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে মোহনবাগান

Published

on

সৌরভ রায়: ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড জয়ের দিকে আরও একধাপ এগোল মোহনবাগান সুপার জায়েন্ট। বুধবার যুবভারতীতে পঞ্জাব এফসিকে ৩-০ ব্যবধানে হারাল হোসে মোলিনা ব্রিগেড। দ্বিতীয়ার্ধে বাগানের হয়ে জোড়া গোল করেন জেমি ম্যাকলারেন এবং একটি গোল লিস্টন কোলাসোর। পাশাপাশি ম্যাচে আলাদা করে নজর কাড়েন তরুণ দীপেন্দু বিশ্বাস। এই জয়ের ফলে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকে প্রথম দল হিসেবে প্লে-অফে গেল বাগান।

কার্ড সমস্যায় এবং চোটের কারণে একাধিক ফুটবলারকে না পেলেও, ম্যাচের শুরু থেকেই পঞ্জাব এফসির বিরুদ্ধে আধিপত্য নিয়েই খেলে মোহনবাগান। ১০ মিনিটের মাথায় দীপক টাংরির থেকে বক্সের মধ্যে বল পেয়ে গোলে শট নেন স্টুয়ার্ট। তবে সেই শট দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন পঞ্জাব গোলরক্ষক রবি কুমার। কিছুক্ষণের মধ্যেই ১৩ মিনিটের মাথায় আবার পঞ্জাব গোল মুখে লিস্টন শট নিলেও তা আটকে যায়। ৩৯ মিনিটে ম্যাচের প্রথম পরিবর্ত নিতে বাধ্য হয় মোহনবাগান। চোট পেয়ে মাঠ ছাড়েন সাহাল আব্দুল সামাদ এবং তাঁর পরিবর্তে মাঠে আসেন অভিষেক সূর্যবংশী।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আশিস রাইয়ের পরিবর্তে মাঠে আসেন আশিক কুরুনিয়ান। ৫৫ মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি নষ্ট করে পঞ্জাব। বাম প্রান্ত থেকে পুলগা ভিদাল বক্সে বল রাখলে পেত্রোসের শট পোস্টে লেগে ফিরে আসে। ঠিক তার পরের মিনিটেই গোল পায় মোহনবাগান। ডান প্রান্ত থেকে দীপেন্দু বক্সে ক্রস রাখলে সেই বল পেয়ে ডান পায়ের শটে গোল করে যান জেমি ম্যাকলারেন। ঠিক তার ৪ মিনিটের মাথায় আবার গোল পেতে পারত মোহনবাগান তবে, এবারও পঞ্জাবকে বাঁচিয়ে দেন তাঁদের গোলরক্ষক রবি কুমার। ৬৩ মিনিটে বাগানকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লিস্টন কোলাসো। অভিষেক সূর্যবংশীর হেড থেকে বল পেয়ে বক্সের বাম প্রান্ত থেকে প্রায় জিরো অ্যাঙ্গেল থেকে গোল মুখে শট নেন লিস্টন। সেটি রবিকে টপকে গোলে ঢুকে যায়। ৭৭ মিনিটে স্টুয়ার্টের পরিবর্তে মাঠে আসেন জেসন কামিন্স। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে বাগানের ব্যবধান ৩-০ করে দেন ম্যাকলারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version