ইস্টবেঙ্গল
প্রথম ভারতীয় হিসেবে ইউরোপের মাটিতে হ্যাটট্রিক করা এই মহিলা ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অ্যান্থনি অ্যান্ড্রুসের নেতৃত্বে দারুন পারফরম্যান্স করেছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। দেশের একের পর এক লিগে সেরা পারফরম্যান্স করেছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা। গত মরশুমে আইডব্লিউএল চ্যাম্পিয়ন হয়ে, এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও অর্জন করেছেন তারা। এবারে সেই প্রতিযোগিতার জন্য নিজেদের দলকে আরও শক্তিশালী করলো ইস্টবেঙ্গল। জাতীয় দলের ফুটবলার জ্যোতি চৌহানকে চলতি মরশুমের জন্য সই করিয়ে ফেলল লাল-হলুদ ব্রিগেড। উল্লেখ্য প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে ইউরোপের ক্লাবের বিরুদ্ধে হ্যাটট্রিক রয়েছে জ্যোতির। ফলে তিনি দলে যোগ দেওয়ায়, ইস্টবেঙ্গলের আক্রমণভাগ যে আরও শক্তিশালী হল সেটা বলাই যায়।
জ্যোতি চৌহানকে দলে পেয়ে ইস্টবেঙ্গলের মহিলা দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস বলেন, “জ্যোতিকে আমি দীর্ঘ বছর ধরে চিনি। আবারও আমরা একই দলে কাজ করতে পারব বলে খুব ভালো লাগছে। জ্যোতি খুবই দক্ষ একজন ফুটবলার। পাশাপাশি তার অভিজ্ঞতা দলকে আরও বেশি সাহায্য করবে। জ্যোতি আমাদের দলের জন্য যোগ্য এখন ফুটবলার এবং চাইবো আগামীদিনে যেন জ্যোতি দলকে ভালভাবে সাহায্য করতে পারেন”। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে জ্যোতি বলেন, “ইস্টবেঙ্গলের মত একটা বড় ক্লাবে খেলার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মত একটা মুহূর্ত। আমি চাইবো নিজের সেরা পারফরম্যান্স করে দলকে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ এবং আইডব্লুএলেও ভাল জায়গায় নিয়ে যাওয়ার। একজন ফুটবলার হিসেবে পরিচিতি পেতে অ্যান্থনি অ্যান্ড্রুস অময় অনেক সাহায্য করেছে। খুবই ভাল লাগছে আবারও তার সঙ্গে একই দলে কাজ করতে পেরে। পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকেরা যথেষ্ট দলকে সমর্থন করেন। আমি মুখিয়ে রয়েছি তাদের জন্য ভাল কিছু করতে”।
