আন্তর্জাতিক ফুটবল
FIFA CLUB WORLD CUP 2025: পামেইরাসকে হারিয়ে সেমিফাইনালে চেলসি। প্রতিপক্ষ ফ্লুমিনেন্স। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি ক্লাব বিশ্বকাপে আধিপত্য বেশি ছিল ব্রাজিলের ক্লাবগুলির। কিন্তু শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে, ইংল্যান্ডের ক্লাব চেলসির কাছে হেরে, প্রতিযোগিতা থেকে ছিটকে গেলো ব্রাজিলের ক্লাব পামেইরাস। যদিও ব্রাজিলের আরেকটি ক্লাব এখনও রয়েছে এই প্রতিযোগিতায়। সৌদি আরবের দল আল হিলালকে ২-১ গোলে হারিয়ে, সেমিফাইনালে পৌঁছেছে ফ্লুমিনেন্স। সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে তারা।
ধারে ভারে অনেকটাই এগিয়ে খেলতে নেমেছিল চেলসি। তবে ফুটবলপ্রেমীদের মনে একটা আশা ছিল, ইংল্যান্ডের এই ক্লাবকে টক্কর দেবে ব্রাজিলের দল পামেইরাস। কিন্তু ম্যাচের ১৬ মিনিটের মাথায়, কোল পালমারের গোলে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধে দাপটের সঙ্গে ফুটবল খেললেও, আর গোল করতে পারেনি চেলসি। অপরদিকে পামেইরাসও চেষ্টা করেছিল গোল পরিশোধের তবে সেটা হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৩ মিনিটে ব্রাজিলীয় স্ট্রাইকার এস্তেভাওয়ের গোলে সমতায় ফেরে পামেইরাস। কিন্তু ৮৩ মিনিটে অগাস্টিন গিয়ার আত্মঘাতী গোলে, জয় পায় চেলসি। পাশাপাশি ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছে জায় তারা।
অপরদিকে সৌদি আরবের আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে, সেমিফাইনালে উঠল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। প্রথমার্ধের শেষের দিকে, ৪০ মিনিটের মাথায় ম্যাথিয়াস মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। ফলে প্রথমার্ধে এগিয়ে থাকে ব্রাজিলের এই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৫১ মিনিটে মার্কোস লিয়োনার্দোর গোলে সমতায় ফেরে আল হিলাল। অবশেষে ৭০ মিনিটে, হারকিউসিলের গোলে ম্যাচ জিতে, ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয় ফ্লুমিনেন্স।