আন্তর্জাতিক ফুটবল
মরশুম শেষে লিভারপুল ছাড়ছেন এই তারকা ফুটবলার। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অনেকদিন থেকেই গুঞ্জন ছিল যে ইংলিশ তারকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড লিভারপুল ছাড়তে চলেছেন। এবারে সেই কথাই সত্যি হলো। চলতি মরশুমের শেষে লিভারপুল ছাড়ছেন ট্রেন্ট। সোমবার ক্লাবের তরফ থেকে সরকারিভাবে সেই বিষয়ে ঘোষণাও করা হয়েছে। লিভারপুলের হয়ে ৩৫২টি ম্যাচ খেলেছেন ট্রেন্ট। করেছেন ২৯টি গোল। তবে চলতি বছরেই ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ট্রেন্টের। তিনি যে নিজেই চুক্তির মেয়াদ শেষ হলে পর ক্লাব ছাড়ার অনুরোধ করেছিলেন, এমনটাই জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। যার ফলে ফ্রি এজেন্ট হিসেবেই ক্লাব ছাড়তে চলেছেন তিনি। আগামী ২৫ মে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে লিভারপুলের হয়ে শেষ লিগ ম্যাচ খেলতে নামবেন ট্রেন্ট।
অপরদিকে এই ঘোষণা হওয়ার পর থেকেই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। তবে ক্লাব ছাড়ার আগে ক্লাব ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রেন্ট বলেন, “২০ বছর ধরে প্রতিদিন নিজের সেরাটা উজাড় করে দেওয়ার পর এখন আমার মনে হচ্ছে নতুন কিছু করা দরকার। একটা নতুন চ্যালেঞ্জ নেওয়া দরকার”।