আন্তর্জাতিক ফুটবল

শাপমুক্ত হয়ে জীবনের প্রথম শিরোপা জয় হ্যারি কেনের। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে টটেনহাম এবং বায়ার্নের হয়ে রানার্সআপ হলেও ট্রফি জয় হয়নি। বারবার শিরোপা জয়ের কাছাকাছি এসেও ফিরতে হয়েছে তাঁকে। প্রথম শ্রেণির ফুটবলে ১৪টা মরশুম খেলার পর অবশেষে শাপমুক্তি। লম্বা অপেক্ষা পেরিয়ে অবশেষে রবিবার বুন্দেসলিগায় ফ্রেইবার্গ বনাম বায়ার লেভারকুসেন ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায়, চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। আর সেই দলেই খেলেন তারকা ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন। ২০২৩ সালে বায়ার্ন মিউনিখে সই করার পরেও কোনও ট্রফিই জিততে পারেনি বায়ার্ন। তবে অবশেষে চ্যাম্পিয়ন হল হ্যারি কেনের দল। গোটা প্রতিযোগিতায় ২৪টি গোল করে সর্বাধিক গোলস্কোরারের তালিকায় শীর্ষে থাকার পাশাপাশিই শিরোপা জয়ও করলেন তিনি। 

গত সপ্তাহে আগসবুর্গের বিরুদ্ধে ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে শনিবার আরবি লাইপজিগের বিরুদ্ধে খেলতে পারেননি হ্যারি কেন। ৩-৩ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছিল সেই ম্যাচ। তবে রবিবার ফ্রেইবার্গ বনাম বায়ার লেভারকুসেন ম্যাচ ড্র হওয়ায়, ৩৪তম বুন্দেসলিগা শিরোপা জয় করল বায়ার্ন মিউনিখ। পাশাপাশি জীবনের প্রথম ট্রফি জয় করলেন হ্যারি কেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version