আন্তর্জাতিক ফুটবল
প্রতিপক্ষ কোচের নাক টেনে ফের বিতর্কে ‘দ্য স্পেশান ওয়ান’
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিতর্ক আর মোরিনহো যেন একে অপরের সমার্থক! এবার হোসে মোরিনহো যে কান্ড ঘটালনে, সেটাকে কেউ তাঁর রসিকতা বলতে পারেন, আবার কেউ বলতে পারেন চরম অসৌজন্যমূলক আচরণ।
বুধবার রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে ইস্তানবুল ডার্বিতে মুখোমুখি হয়েছিল গালাতাসারে এবং ফেনারবাচ। ম্যাচে ২-১ গোলে হার মানতে হয় মোরিনহোর ফেরানবাচকে। ম্যাচ শেষে রেফারির সঙ্গে কথা বলার সময় আচমকাই পেছন থেকে গালাতাসরাই কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেন মোরিনহো। ভিডিওতে দেখা যায়, গালাতাসারাই কোচ যখন মাঠ ছাড়ছিলেন, তখন পিছন থেকে এসে দুই আঙুল দিয়ে তাঁর নাক ধরে টান দেন ‘দ্য স্পেশাল ওয়ান’। এতে বুরুক কিছুটা হতভম্ব হয়ে মুখে হাত দিয়ে মাটিতে বসে পড়েন। অন্যরা দ্রুত এসে সরিয়ে নিয়ে যান মোরিনহোকে।
পরে সাংবাদিকদের সামনে এই প্রসঙ্গে মুখ খোলেন গালাতাসরাই কোচ ওকান বুরুক। তিনি বলেন, “আমি যখন বের হচ্ছিলাম, তখন সে পেছন থেকে এসে আমার নাক চেপে ধরে। এতে হালকা একটা দাগও পড়েছে। আমি বিষয়টি বড় করে দেখাতে চাই না, তবে এটা কোনও ভদ্রতার পরিচয় নয়।”