ফুটবল

CAFA NATIONS CUP 2025: চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন সন্দেশ ঝিঙ্গান

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল ভারত। এছাড়াও সেই ম্যাচেই হেড কোচ হিসেবে প্রথমবারের জন্য দায়িত্ব পালন করেছিলেন খালিদ জামিল। বলা ভালো খালিদ জামানায় ভারতের শুরুটা বেশ ভালই হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচেই ইরানের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারতে হয়েছে ব্লু টাইগার্সদের। এবারে হারের পাশাপাশি আরও একটি ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। ইরানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন ভারতের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। তার চোট এতটাই গুরুতর যে গোটা প্রতিযোগিতা থেকেই ছিটকে যেতে হয়েছে তাঁকে। রক্ষণে আনোয়ার আলির সঙ্গে জুটি বেঁধে দারুন পারফরম্যান্স করেছিলেন সন্দেশ। দলকে নেতৃত্বও দিচ্ছিলেন তিনি। এমনকি প্রথম ম্যাচে গোলও করেছিলেন সন্দেশ। কিন্তু এবারে চোটের জন্য ছিটকে যেতে হল তাঁকে। বুধবারই ভারতে চলে আসবেন সন্দেশ ঝিঙ্গান। ফলে আগামী আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে রক্ষণে সন্দেশের জায়গায় কাকে নামাবেন খালিদ জামিল, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version