ফুটবল
CAFA NATIONS CUP 2025: লড়েও ইরানের বিরুদ্ধে হার ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: খালিদ জামিলের অধীনে প্রথম ম্যাচেই জয় পেয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে ভারত খেলতে নেমেছিল শক্তিশালী ইরানের বিরুদ্ধে। সেই ম্যাচে ০-৩ গোলে পরাজিত হতে হয় ভারতকে। তবে ম্যাচ হারলেও যথেষ্ট লড়াই করেছে ভারত।
ম্যাচের শুরু থেকে স্বাভাবিকভাবেই আক্রমনে ধার বেশি ছিল ইরানের। বেশিরভাগ সময় রক্ষণকে সজাগ থাকতে হচ্ছিল ভারতের। তবে মাঝে মধ্যে আক্রমনে উঠছিল ভারতীয় ফুটবলাররাও। কঠিন পরীক্ষার মুখে ইরানকে না ফেলতে পারলেও, প্রথমার্ধে অন্তত চাপ তৈরির একটা চেষ্টা ছিল ভারতীয় ফুটবলারদের মধ্যে। এদিকে প্রথমার্ধে মাঝমাঠে একেবারেই ইরানকে খেলতে দেননি ভারতীয় ফুটবলাররা। ফলে প্রথমার্ধে ফলাফল থাকে ০-০। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৯ মিনিটে আমির হোসেনের গোলে এগিয়ে যায় ইরান। ম্যাচের শেষের দিকে গিয়ে আলি আলিপোরঘারা এবং মেহেদি তারেমির গোলে, ০-৩ ব্যবধানে ম্যাচ হারতে হয় ভারতকে।