ক্রিকেট
রঞ্জি থেকে ছিটকে গেলেন জয়সওয়াল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথমে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও পরবর্তীকালে দল থেকে বাদ পড়েন যশস্বী জয়সওয়াল। তার পরিবর্তে নির্বাচকরা বেছে নিয়েছেন বরুণ চক্রবর্তীকে। আর এবার রঞ্জি ট্রফি থেকেও ছিটকে গেলেন জয়সওয়াল।
সোমবার নাগপুরে বিদর্ভর বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে মাঠে নামার কথা ছিল জয়সওয়ালের। কিন্তু ট্রেনিং করার সময় চোট পান ডান গোড়ালিতে। আর এই চোটের কারণেই মুম্বাইয়ের হয়ে সেমিফাইনাল ম্যাচ খেলতে পারবেন না তিনি এমনটাই জানা গেছে। মুম্বাইয়ের জন্য বিষয়টা যথেষ্ট হতাশাজনক হলেও তারা সিদ্ধান্ত নিয়েছে পরিবর্তন হিসেবে দলে অন্য কাউকে না নেওয়ার। মুম্বাইয়ের রঞ্জি দলে ইতিমধ্যেই জাতীয় দলে খেলা চার ক্রিকেটার রয়েছেন। অজিঙ্ক রাহানে, সূর্যকুমার যাদব, শিবম দুবে এবং শার্দুল ঠাকুরের উপস্থিতি নিঃসন্দেহে মুম্বাইকে শক্তিশালী দল করে তুলেছে। তবে এর মধ্যে জয়সওয়াল এবং ডুবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড এর নন ট্রাভেলিং রিসার্ভ মেম্বার ছিলেন। অর্থাৎ প্রয়োজন পড়লে তাদের যেতে হবে দুবাইতে। যদিও বর্তমান পরিস্থিতিতে সেই তালিকা থেকেও বাদ পড়েছেন জয়সওয়াল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পাওয়ার আশা থাকছে দুবের সামনে।
প্রসঙ্গত রঞ্জি ট্রফি সেমিফাইনালে সেই দুটি দলই মুখোমুখি হতে চলেছে যারা গত মরশুমে ফাইনালের দাবিদার ছিল। এই মরশুমে মোট আটটি ম্যাচের মধ্যে সাতটি জিতেছে বিদর্ভ। এখন দেখার সেমিফাইনালে শেষ হাসি কে হাসে।