আইপিএল

সমর্থকদের সঙ্গে বেঙ্গালুরুর রাস্তায় বিজয়োৎসব বাতিল

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরসিবি সমর্থকদের বিজয়োৎসব ছিল চোখে পড়ার মত। সেই সঙ্গে আনন্দোৎসবে মেতেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররাও। ১৮ বছর ধরে একই ফ্র‍্যাঞ্চাইজির হয়ে ক্রিকেট খেলেও ট্রফি অধরা থেকে গিয়েছিল বিরাট কোহলির। তাই কিং কোহলিকে ঘিরেই উচ্ছ্বাসে ভাসেন ফিল সল্ট, রজত পাতিদার, ক্রুনাল পান্ডিয়ারা।

এখানেই শেষ নয়, মঙ্গলবার রাতে গোটা বেঙ্গালুরু শহরে যেন অকাল দীপাবলি নেমে এসেছিল। সারা শহর জুড়ে আতসবাজির রোশনাই আর আরসিবি সমর্থকদের বিজয়োৎসব। বুধবারও সমর্থকদের সঙ্গে বেঙ্গালুরুর রাস্তায় বিজয় মিছিলে হাঁটার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করতে হলো বিরাট কোহলিদের। হুডখোলা বাসে বিরাট কোহলিদের বসিয়ে শহর ঘোরানোর পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায়, সেই পরিকল্পনা বাতিল করতে হলো। মূলত ভয়াবহ যানজটের আশঙ্কাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক পুলিশ।

ভিক্টরি প্যারেড বাতিল হলেও, আরসিবির বিজয়োৎসবের পরিকল্পনা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে না। নতুন পরিকল্পনা অনুযায়ী বিকেল ৫টা থেকে উৎসব শুরু হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে।  তার আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাসভবনে যাবেন বিরাট কোহলিরা। তারপর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের জন্য সমর্থকদের জন্য বিশেষ প্রবেশপত্রেরও ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version