আন্তর্জাতিক ক্রিকেট
বাংলাদেশের বোলিং কোচ নিযুক্ত হলেন উমর গুল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন পেসার উমর গুলকে বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসাবে নিযুক্ত করা হল। সামনেই পাকিস্তান সফর। তার আগে বাংলাদেশ ক্রিকেট দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসাবে নতুন বোলিং কোচ নিযুক্ত করা হল। প্রাক্তন পাক পেসার অভিজ্ঞতার বিচারে যথেষ্ট সমৃদ্ধ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন গুল। এক মরসুমে ছ’টি ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার। আপাতত তিন মাসের অস্থায়ী চুক্তি করা হলেও, আড়াই বছরের লম্বা চুক্তি করার কথা শোনা যাচ্ছে। যদিও আসন্ন পাকিস্তান সফরে গুলের পারফরম্যান্সের উপরেই সবটা নির্ভর করে আছে।