ক্রিকেট

ঘরে ফিরলেন বিশ্বকাপজয়ী রিচা ঘোষ, উল্লাসে মাতল শিলিগুড়ি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বাংলার মেয়ে, ভারতের গর্ব— বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ শুক্রবার দুপুরে পা রাখলেন নিজের শহর শিলিগুড়িতে। বাগডোগরা বিমানবন্দরে তাঁর আগমন ঘিরে শহরে শুরু হয় উৎসবের আবহ। ঢাকঢোল, ব্যান্ড, ফুলের মালা— সব মিলিয়ে বিমানবন্দর এলাকা পরিণত হয় আনন্দের মেলায়। বিমানবন্দর থেকে হুডখোলা জিপে চড়ে শহরে ফেরেন রিচা। পথে পথে দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানান হাজারো মানুষ। হাসিমুখে রিচা বলেন,
“এত মানুষের ভালোবাসা দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে, সত্যিই নিজের ঘরে ফিরে এলাম।”

রিচার প্রত্যাবর্তন উপলক্ষে গোটা শিলিগুড়ি এখন উৎসবে মেতেছে। শহরের মোড়ে মোড়ে লাগানো হয়েছে রিচার ছবি-সহ হোর্ডিং ও ব্যানার। শুক্রবার দিনভর বিভিন্ন সংগঠন থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়।
শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকেও বিশেষ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে বাঘাযতীন পার্কে। রিচার বাড়ি সুভাষপল্লি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা জুড়ে বিছানো হয় লাল গালিচা। রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন স্থানীয় মহিলা ক্রিকেটাররা। তাঁরা ব্যাট তুলে রিচাকে দেন এক অনন্য ‘গার্ড অফ অনার’

দীর্ঘদিন পরে নিজের বাড়িতে ফিরেই রিচা পেলেন মায়ের হাতের রান্না। তাঁর মা বানিয়েছেন ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিলি পনির— সঙ্গে রিচার প্রিয় মিষ্টি। পরিবারের সদস্যরা জানান, আজ তাঁদের কাছে যেন দীপাবলির দিন।
রিচার বাবা বলেন, “ওর এই সাফল্যে গর্বিত আমরা সবাই। আজ শিলিগুড়ির প্রতিটি ঘর যেন রিচার সঙ্গে উৎসব করছে।”

সংবর্ধনার পর রিচা যান তাঁর পুরনো খেলাঘর বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে, যেখানে তাঁর ক্রিকেট-যাত্রা শুরু হয়েছিল। রিচা ঘোষের এই প্রত্যাবর্তন শুধুমাত্র একজন ক্রীড়াবিদের ঘরে ফেরা নয়— এটি শিলিগুড়ির গর্ব, এক শহরের ভালোবাসা, আর ছোট শহরের বড় স্বপ্ন পূরণের কাহিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version