ক্রিকেট

চারবার ‘প্লেয়ার অব দা মান্থ’, নজির গড়লেন শুভমন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন, ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। চারটি টেস্টের ৭টি ইনিংসে তার রান ছিল যথাক্রমে ২৬৯, ১৬১, ১৬, ৬, ১২, ১০৩ এবং ২১। ভারতীয় ব্যাটিং লাইনাপের অন্যতম স্তম্ভ তিনি। রানের একের পর এক নদী তৈরি করছেন শুভমন। এবার তৈরি করলেন অন্য নজির। প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে চারবার আইসিসি প্লেয়ার অব দ্য মানথ পুরস্কার জিতে নিলেন তিনি। এর আগে ২০২৩-এর জানুয়ারি এবং সেপ্টেম্বর মাসে এই পুরস্কার জিতেছিলেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও এই পুরস্কারের সম্মানে সম্মানিত হন তিনি। ভারতের ক্রিকেটারদের মধ্যে যশপ্রীত বুমরা দুবার এই পুরস্কার জয়ের কৃতিত্ব লাভ করেছেন।
এই সম্মানের সম্মানিত হয়ে শুভমন বলছেন, ‘জুলাই মাসের আইসিসি প্লেয়ার অফ দ্যা মান্থ পুরস্কার পেয়ে আমি খুবই আপ্লুত। তবে এবারেরটা বেশি স্পেশাল। কারণ অধিনায়ক হিসেবে আমার পারফরম্যান্সের পর আমি এই পুরস্কারটা পেয়েছি। বার্মিংহামে আমার দ্বিশতরান আমি সারা জীবন উপভোগ করব। এই টেস্ট সিরিজ থেকে আমি অনেক কিছু শিখেছি। দুই দলেরই বেশ কিছু ক্রিকেটার এই সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version