ক্রিকেট
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত শুভমন গিল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। ইডেন প্রথম টেস্ট হারের পর চাপ বেড়েছে ভারতীয় শিবিরে। এবার আরও বড় দুঃসংবাদ গৌতম গম্ভীরের দলের জন্য। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে সম্ভবত মাঠে নামতে পারবেন না শুভমন গিল। ইডেন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে গিয়ে ঘারের পেশীতে চোট পান ভারত অধিনায়ক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেও শুভমন গিল যে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত তিনি।
গুয়াহাটি রওনা দেওয়ার আগে মঙ্গলবার সকালে ইডেনেই অনুশীলন সারল ভারতীয় দল। সেখানে দেখা গেল না শুভমন গিলকে। সূত্র মারফত খবর, তাঁর ঘারে এখনও ব্যাথা রয়েছে। আপাতত তিন-চার দিন বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে। ফলে বুধবার দলের সঙ্গে গুয়াহাটি যাওয়ার সম্ভবনাও নেই। প্রয়োজনে তাঁর চিকিৎসার জন্য তাঁকে সরাসরি মুম্বই নিয়ে যাওয়া হতে পারে। দ্বিতীয় টেস্টে শুভমন না খেললে, অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থ৷
