Connect with us

আইপিএল

অস্ত্রোপচারের সম্ভাবনা, আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আগেই। আশা ছিল হয়তো আইপিএলের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। কিন্তু এমনটা হওয়ার সব সম্ভাবনাই প্রায় শেষ হয়ে গেল। জানা গেছে আগামী চার থেকে পাঁচ মাসের জন্য বিশ্রামে থাকতে হবে শ্রেয়াস আইয়ারকে। ভারতের তরুণ এই ক্রিকেটারকে অস্ত্রোপচারের সাহায্য নিতে হবে পিঠের চোট সারানোর জন্য। আর তাই খুব স্বাভাবিকভাবেই ২০২৩ আইপিএল এবং ওভালে আগামী ৭ই জুন থেকে শুরু হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাকে দলে পাবে না ভারত।

কলকাতা নাইট রাইডার্স এর কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে এই খবর। প্রথম একাদশের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার পাশাপাশি শ্রেয়াস আইয়ার নাইটদের অধিনায়কও। ১২.২৫ কোটি টাকার বিনিময় কলকাতায় যোগ দিয়েছিলেন আইয়ার। তার চোটের কারণে যখন ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি তখনই তার আইপিএলে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু অনেকেই মনে করছিলেন চোট সারিয়ে দ্রুত আবার মাঠে ফিরবেন তিনি। কিন্তু এখন অস্ত্রোপচারের সম্ভাবনা দেখা দেওয়ার কারণে নিশ্চিতভাবেই বলা যায় আইপিএলে তাকে দলে পাবে না নাইট শিবির। তার ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আইয়ারকে অস্ত্রোপচারের উপদেশ দেওয়া হয়েছে। ওর ইচ্ছে লন্ডনে এই সার্জারি হোক। তবে যদি ভারতে সেরকম বিকল্প পাওয়া যায় তাহলে ভারতেও অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে।”

প্রসঙ্গত আইয়ারের অনুপস্থিতির কারণে নাইটদের এখন বেছে নিতে হবে নতুন কোন অধিনায়ক। অন্যদিকে তার এই অনুপস্থিতি সুযোগ হিসেবে দেখা দিতে পারে কেএল রাহুলের কাছে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দলে জায়গা পেতে পারেন রাহুল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আইপিএল

রাজস্থান রয়্যালসের হেডকোচ হলেন রাহুল দ্রাবিড়

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার পর আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় কোচ হয়ে আসার ফলে এখন দলের ডাইরেক্টর হিসেবে কাজ করবেন প্রাক্তন কোচ কুমার সাঙ্গাকারা। দ্রাবিড় দলের দায়িত্ব খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন এবং ২০২৫ আইপিএল মেগা নিলামে প্লেয়ার কেনাবেচার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবেন। এর আগে ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলেছেন, এবার আইপিএলে কোচের পদে তিনি। সাঙ্গাকারার সঙ্গে দ্রাবিড় খুব তাড়াতাড়ি আলোচনায় বসবেন আসন্ন মরসুমের দল তৈরির জন্যে।

Continue Reading

আইপিএল

কেকেআর কোচের হট সিটে কুমার সাঙ্গাকারা?

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় কোচের পদে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গৌতম গম্ভীর। তার আগে নাইটদের মেন্টরের দায়িত্ব সামলাচ্ছিলেন গম্ভীর। গম্ভীর ভারতীয় দলের কোচের পদে নিযুক্ত হওয়ার পর থেকেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল। কে হবেন নাইটদের নতুন মেন্টর? শোনা যাচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

প্রাথমিকভাবে তাঁর সঙ্গে কথাবার্তা চলছে নাইট ম্যানেজমেন্টের। এর আগে ২০২১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন সাঙ্গাকারা। তবে আসন্ন আইপিএলের জন্য আরও বেশ কয়েকটা ফ্র‍্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Continue Reading

আইপিএল

দ্রাবিড়-গম্ভীরের ‘রোল রিভার্সাল’

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে জেতানোর পরেই উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছিল হেড কোচ রাহুল দ্রাবিড়কে। ক্রিকেট মহলের শোনা যাচ্ছিল হয়তো এবার ক্রিকেট কোচিং থেকে সরে দাঁড়াবেন তিনি। কিন্তু এরই মধ্যে জল্পনা উস্কে দিল অন্য একটি বিষয়। সূত্রের খবর কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আগামী মরশুমের আইপিএলের জন্য মেন্টরের ভূমিকা পালনের প্রস্তাব দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে।

প্রসঙ্গত ২০২৪ আইপিএল খেতাব জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই দলের মেন্টরের ভূমিকায় ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই শোনা যাচ্ছিল দ্রাবিড় পরবর্তী সময়ে জাতীয় দলের কোচ হতে পারেন গম্ভীর। আর এবার গম্ভীরের শূন্যস্থান পূরণ করতে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। হেড কোচ হিসেবে ইতিমধ্যেই নিজের সাফল্যের প্রমাণ রেখেছেন দ্রাবিড়। ২০২৩ ওডিআই বিশ্বকাপে দলকে তুলেছিলেন ফাইনাল পর্যন্ত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় রোহিত শর্মাদের। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই আক্ষেপ মিটিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বসেরা হয়েছে ভারত। অন্যদিকে দীর্ঘ সময় পরে আবার কলকাতায় যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। তবে এবারে তাঁর ভূমিকা ছিল মেন্টরের। আর নিঃসন্দেহে সাফল্য অর্জন করেছেন দলকে জিতিয়ে। এখন দেখার দুজনের এই স্থান পরিবর্তন আগামী দিনে ক্রিকেটে কি ছাপ ফেলে…


Continue Reading

Trending