আইপিএল
কেকেআরের সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন শেন ওয়াটসন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএল ২০২৬-এর আগে কোচিং দলে বড় রদবদল আনল কলকাতা নাইট রাইডার্স। দলের নতুন সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন। দীর্ঘ তিন বছর পর তিনি ফের কোচিং ভূমিকায় ফিরছেন আইপিএলে।
এর আগে ওয়াটসন দিল্লি ক্যাপিটালস দলে রিকি পন্টিংয়ের সহকারী হিসেবে কাজ করেছিলেন। এবার তিনি কাজ করবেন কেকেআরের নবনিযুক্ত প্রধান কোচ অভিষেক নায়ারের সঙ্গে। দলকে নতুন দৃষ্টিকোণ থেকে গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
অস্ট্রেলিয়ার হয়ে ৫৯ টেস্ট, ১৯০ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলা এই কুইন্সল্যান্ডারের ঝুলিতে আছে ২০০৭ ও ২০১৫ সালের বিশ্বকাপ জয়। আইপিএলেও দারুণ সফল ছিলেন তিনি—১৪৫টি ম্যাচে চারটি শতরান তাঁর কেরিয়ারে উজ্জ্বল সংযোজন।
কেকেআর এক বিবৃতিতে জানিয়েছে, “ওয়াটসনের সংযুক্তি আমাদের কৌশলগত দিককে আরও শক্তিশালী করবে। আইপিএল ২০২৬-এর প্রস্তুতির সময় তাঁর অভিজ্ঞতা দলের জন্য অমূল্য হবে।”
দলের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, “ওয়াটসনের অভিজ্ঞতা, খেলোয়াড় এবং কোচ—দু’দিক থেকেই—আমাদের দলে নতুন দিগন্ত আনবে। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর বোঝাপড়ার মান অসাধারণ।”
নিজের প্রতিক্রিয়ায় শেন ওয়াটসন বলেন, “কেকেআরের মতো একটি ঐতিহ্যবাহী ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা আমার জন্য গর্বের। দলের আবেগ, ভক্তদের ভালোবাসা এবং জেতার মানসিকতা সবসময়ই অনুপ্রেরণাদায়ক। আমি কোচিং টিম ও খেলোয়াড়দের সঙ্গে কাজ করে কলকাতায় আরেকটি শিরোপা আনতে চাই।”
