ক্রিকেট
ব্রাত্যই থেকে গেলেন শামি, টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১৪ নভেম্বর থেকে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হল। লাল বলের ক্রিকেটে আবারও ব্রাত্যই থেকে গেলেন মহম্মদ শামি। অন্যদিকে, দলে ডাক পেলেন ঋষভ পন্থ এবং আকাশ দীপ। একই দিনে রঞ্জি ট্রফির চতুর্থ ম্যাচের জন্য বাংলার দল ঘোষণা করা হয়েছে। সেখানেও মাম নেই মহম্মদ শামির।
ইংল্যান্ড সফরের টেস্ট দলে এই ২টি ছাড়া আর কোনও পরিবর্তন আনা হলো না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য। ইংল্যান্ড সফর থেকে ফেরার পর চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন আকাশ দীপ। তবে সম্প্রতি রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে বেশ ভাল পারফর্ম করেছেন। সেই সুবাদেই প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্ত হিসাবে দলে ডাক পেয়েছেন আকাশ দীপ। অন্যদিকে, ইংল্যান্ড সফরেই চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তিনিও দলে ফিরতে চলেছেন।
